সম্মানিত বিএনপি পরিবারের প্রিয় সহযোদ্ধাগণ,
আজকের ধানের শীষের সমর্থনে জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল ভাইকে নিয়ে আমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একটি শব্দ উচ্চারিত হয়েছে, যা আমি কখনোই বলতে চাইনি। এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সমাবেশকে সফল করতে গত কয়েকদিন ধরে খুরুশকুল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছুটে ছুটে দাওয়াত দেওয়া, অতিরিক্ত পরিশ্রম ও অনিদ্রার কারণেই এই ভুলটি হয়েছে—এটি আমার নিজের কাছেও অত্যন্ত কষ্টদায়ক।
আমি দীর্ঘদিন ধরে—২০০৮ সাল থেকে—খুরুশকুল ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ২০২৪ সালের ২৪ জুলাই স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলাম। পরবর্তীতে ৬ আগস্ট আমার নেতা জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল ভাই আমাকে জেল থেকে মুক্ত করে নিজের হাতে বাড়ি পৌঁছে দেন।
প্রিয় সহযোদ্ধারা, আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আপনাদের কাছে আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জানাই।