ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

পা দিয়ে লিখে হাবিবুরের উচ্চ শিক্ষার যাত্রা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুন ২০২৩, ৮:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

জন্মগতভাবেই প্রতিবন্ধী রাজবাড়ীর পাংশা থানার হাবিবুর রহমান। বাম পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন। এবার উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পা দিয়ে লিখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ধর্মতত্ত্ব ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করেছেন হাবিবুর।

শনিবার(৫ মে) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ১০৩ নং কক্ষে পরীক্ষা সম্পন্ন করেন তিনি।

তিনি বলেন, মাঝে মাঝে পা দিয়ে লিখতে গিয়ে কলম পড়ে যায়। ঠিক ভাবে লিখতে পারি না। তবে আমার অনুপ্রেরণা আমার বাবা-মা,ভাই-বোন। তাদের সাহায্য-সহযোগিতায় আমি আজ এই পর্যায়ে এসেছি। এছাড়াও স্কুল, কলেজ কোনো জায়গায় আমি প্রতিবন্ধকতার স্বীকার হয়নি। সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। আজকের পরীক্ষার হলেও স্যার-ম্যামরা অনেক সহযোগিতা করেছে।

এছাড়াও তিনি বলেন, আমার মতো যারা এরকম নানা সমস্যায় ভুক্তভোগী তাদেরকে এইটা বলতে চাই যে হীনমন্যতায় ভােগা যাবে না। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই সম্বব না। চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পায়। কষ্ট হবে বিপদ আসবে সংগ্রামের সাথে এটিকে জয় করতে হবে।

জানা যায়, হাবিবুরের বাবা আব্দুস সামাদ একজন কৃষক এবং মা হেলেনা খাতুন গৃহিণী। চার ভাইবোনের মধ্যে হাবিবুর দ্বিতীয়। হাবিবুর দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পান।

ইবি কেন্দ্রে আসা হাবিবুর রহমানের দূরসম্পর্কের এক চাচা আজমাল হোসেন জানান, হাবিব যে এতদূর এগিয়েছে এতে এলাকার লোকও খুশি আমরাও খুশি। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

এবিষয়ে পরীক্ষাকক্ষের শিক্ষক হিসেবে দায়িত্বে থাকা আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ছেলেটি একজন অদম্য জীবন যোদ্ধা। আমরা পরীক্ষা হলে তাকে যথাসাধ্য সহযোগিতা করেছি।

994 Views

আরও পড়ুন

কবিতা: সুগন্ধ নয় গন্ধ

আত্মগোপনে থাকা গাজীপুরের যুবলীগ নেতা কক্সবাজারে ছাত্র প্রতিনিধিদের হাতে আটক

ইসলামপুরে জেসমিন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের বেসিক ওরিয়েন্টেশন 

রাজশাহীতে ডা. কাজেম হত্যায় রাষ্ট্র্রযন্ত্র জড়িত থাকার অভিযোগ

জবিতে আয়োজিত হবে সিনেমাটোগ্রাফি মাষ্টারক্লাস

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

জামালপুরে স্ত্রী হত্যা মামলা স্বামীর মৃত্যুদন্ড

ইউসেফ বাংলাদেশ এর সাথে চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাব ও সিটিজি হেলথকেয়ার প্রফেশনালস এর কোলাবরেশন মিটিং অনুষ্ঠিত

চকরিয়া পৌর মজিদিয়া দাখিল মাদরাসা সুপারের বিরুদ্ধে প্রশাসনের গণশুনানী অনুষ্ঠিত

সানজিদা ইসলামের কবিতা ‘৫ আগস্ট’

রাণীনগরে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে বাদীসহ পাঁচজনকে পিটিয়ে আহত

ইসলামপুরে ডাসকো ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত