ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বুক রিভিউ “গল্পের শেষে তোমারই নাম”

প্রতিবেদক
নিউজ ভিশন
২৫ ফেব্রুয়ারি ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ

Link Copied!

বই: “গল্পের শেষে তোমরাই নাম”

লেখক: নুরুল ইসলাম নূর
প্রকাশন: পরিলেখ
প্রকাশকাল: একুশে বই মেলা ২০২০
স্টল নং: ৭১৩
রিভিউ করেছে: রাকিব উদ্দিন
ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আসন্ন মাস ভাষার মাস। এ মাসে অগুণিত বাঙালি প্রাণের ভাষা বাংলার জন্য বলিদান দিয়েছে। তাছাড়া এই মাস কবি-সাহিত্যিক-লেখকদের মাসও বটে। এ মাসের সাথে কবি-লেখক- সাহিত্যিকদের এক নিবিড় যোগসূত্র রয়েছে। রয়েছে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার আপ্রাণ প্রয়াসরূপ সোঁদা গন্ধের খসখসে পাতায় গ্রন্থিবদ্ধ লেখকের চিন্তাভাবনার লিখিতরূপের প্রকাশ; নতুন এবং চকচকে মলাটে। যা দশকের পর দশক বাঙালি পাঠকদের মনের খোরাক কি চিন্তার রসদ সমানতালে যুগিয়ে যাচ্ছে। তেমন-ই একজন উদীয়মান প্রতিশ্রুতিশীল তরুণ তুর্কী লেখক নুরুল ইসলাম নুর।

আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় প্রাণের বইমেলা ২০২০ ইং-এ নুরুল ইসলাম নুর এর “গল্পের শেষে তোমারি নাম” প্রকাশিত হবে। ইতোমধ্যে লেখকের হাত মারফত বইয়ের সৌজন্য কপি পেয়েছি এবং অসাধারণ লেখনী পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। বইটা পড়ার পর এর কন্টেন্টের সাথে নামকরণ যথার্থ এবং সঙ্গতিপূর্ণ মনে হয়েছে। সেটা নিয়ে বরঞ্চ পরে না হয় আলোকপাত করা যাবে।

বইয়ের কন্টেন্টঃ
একটা বইয়ের কন্টেন্টে মূলত লেখকের মূলদ এবং বইয়ের বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। বইয়ের কন্টেন্টে লেখকের ত্যাগ-তিতীক্ষা, অন্তর্দৃষ্টি, বিষয়ের গভীরতা এবং লেখকের ভাবনার সম্যক ধারণা পাওয়া যায়। “গল্পের শেষে তোমারি নাম” তেমন-ই একটা বই; এখানে লেখকের ভাবনাচিন্তার প্রকাশ ঘটেছে নলখাগড়ার কাগজে কালো অক্ষরের গাঁথুনিতে।বইয়ের শক্ত মলাটের ভেতরের রসদগুলো এক কথায় অনন্য-অসাধারণ। আমি ভেবে কুল পাইনা ছয় ফর্মার বইয়ে কিভাবে এতো এতো বিষয়ের সাবলীল উপস্থাপনা সম্ভব। যদিও লেখক প্রকাশনার জগতে নেহায়েত নবীন।ইঁচড়েপাকা লেখক বটে।
এই বইয়ের খসখসে পাতায় পাবেন বহুল আকাক্ষিত জান্নাতি হুরের বর্ণনার পাশাপাশি ছয়টি গুণে ভরপুর ব্যক্তিদের জান্নাত লাভের পাঁচটি উপায়। আরো পাবেন বর্তমানে হাজারো স্বপ্নভঙ্গ তরুণদের হতাশার এন্টিডোট। পাবেন সাফল্যের অনন্য জিয়নকাঠিরূপ প্রবল ইচ্ছাশক্তি আর সাধনার মন্ত্রজোর। সাথে আছে খোদার রহমরূপ পিতামাতার মন জয়ের কুরআনি ট্রিক্সের পাশাপাশি বাস্তব উপমা। হামিমে জাদীদের বাস্তবিক কিচ্ছা; যেটা সকল বন্ধু-বান্ধবের পড়া উচিত। এই যাহ্!নারী অধিকারের বিষয়টা কিভাবে এড়িয়ে গেলাম। কি? এতটুকুতে-ই ক্লান্ত হয়ে গেলে কিভাবে চলবে? এখনো যে আরো অনেকটুকু বাকি। কি ভাবছেন, এটা বাজারে চলমান “একের ভিতর অনেক”-র সমজাতীয় বই? হয়তোবা আপনাদের ধারণা বিলকুল অযৌক্তিক নয়। থাক বাকিটা না হয় পাঠকদের জন্য তোলা থাক।

আমার নাম ভাবনায় লেখকের সমাজ পরিবর্তনের প্রবণতাঃ লেখকবন্ধু নুরুল ইসলাম নুর তার লেখনীতে যে সকল কন্টেন্টের সন্নিবেশ ঘটিয়েছেন তা সমাজে পজিটিভিটির রসদ সরবরাহে যথেষ্ট।
বইয়ের শুরুয়াত হলো “আলোকিত মানুষ” প্রবন্ধ দিয়ে। যার ভূমিকাতে-ই লেখক ইনিয়েবিনিয়ে নিজের সমাজসেবার সুপ্ত আকাঙ্ক্ষার জানান দিয়েছেন। লিখেছেন টার্কিশ বাহাতিন আর স্বদেশী পলান সরকারের মহত্ত্ব নিয়ে। রাসূলে আরাবীর শিশুপ্রীতির উপমা টানার মধ্যদিয়ে সমাজের সর্বস্তরে স্নেহ-ভালোবাসা ছড়িয়ে দেয়ার কাজটা বেশ সুচারুভাবে করছেন। ইদানিং আমাদের সমাজের কিশোরদের বখে যাওয়ার অন্যতম অনুষঙ্গ হলো সঙ্গী। সে বিষয়টাও লেখক হাইলাইট করেছেন। এখনকার পিতামাতাদের মাথাব্যথার অন্যতম কারণ মোবাইল ডিভাইস; যার আসক্তি সমাজের সর্বস্তরে। লেখক এই আসক্তি নিরাময়ের উপায় বাতলে দিয়েছেন তার বইয়ে। একটা সুস্থ এবং সুন্দর সমাজ গঠনের সকল অনুষঙ্গের সমাহার “গল্পের শেষে তোমারি নাম”।

এবার আসা যাক বইয়ের নামে। এই বইয়ের পরতে পরতে যে সকল হীরা-মনি-মুক্তা-জহরত ছড়ানো-ছিটানো আছে তা যদি কোন বনি আদম নিজের জন্য কুড়িয়ে নিতে পারে, তাহলে দিনশেষে গল্পটা তাকে নিয়ে-ই লেখা হবে।গল্পের শুরু এবং শেষ উভয় তাকে নিয়ে হবে। শিরোনামও হবে বৈকি। সে অর্থে কনটেক্সটের সাথে বইয়ের নামে ক্ষেত্রে লেখক পারঙ্গমতা প্রদর্শন করেছেন।

অনেক গ্যাঁজানো হয়েছে। এবার বিদায় নেয়ার পালা। শেষযাত্রায় শেখ সাদীর সনে সুর মিলিয়ে বলতে হয়, ফুলের সাহচর্যে কর্দম যেমন কস্তুরীর অনুরূপ সুবাস ছড়ায়। তেমনি ভালো বইয়ের সাহচর্যে মাটির তৈয়ারী বনি আদমও সুবাসিত হয়। “গল্পের শেষে তোমারি নাম” তরুণ তুর্কী লেখক নুরুল ইসলামের নুরে’র তেমনি একটি বই।

আরও পড়ুন

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম