ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

নাগরপুরে বিদ্রোহী প্রার্থীরা কোনঠাসা, মাঠ দাপিয়ে বেড়াচ্ছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ নভেম্বর ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে নাগরপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদে। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে পুরো উপজেলায় নৌকার পক্ষে একযোগে প্রচার-প্রচারণা চলছে ও সকল নৌকার প্রার্থীরা দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছে। অপরদিকে, এক প্রকার কোনঠাসা অবস্থায় রয়েছে আওয়ামী লীগ বিদ্রোহী ও বিএনপি সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা।
সরেজমিনে, বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায়, নৌকার পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা সহ যার যার ইউনিয়নের স্ব স্ব ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন কমিটির সকল নেতাকর্মীরা পুরো দমে নৌকার প্রার্থীকে সাথে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করছে। এতে ইউনিয়নের গ্রাম-মহল্লার প্রতিটি পাড়ায় ‘নৌকা নৌকা’ ¯ স্লোগানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়াও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে তেমন একটা প্রচার-প্রচারণা দেখা মেলেনি। জনসাধারণের বক্তব্য অনুযায়ী তারা প্রত্যাখ্যাত হয়েছে এবং বিভিন্ন অপপ্রচার করায় পুরো উপজেলার জনসাধারণ বিদ্রোহীদের প্রত্যাখ্যান করেছে বলে জানা যায়।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, আমরা উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছি। সকলে মিলে একসাথে আমরা নৌকার বিজয়ের উদ্দ্যেশ্যে কাজ করে যাচ্ছি। তবে গুঞ্জন আছে উপজেলা আওয়ামীলীগ কে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেসব বিষয়ে কর্ণপাত করছি না, আগামী ২৮ নভেম্বর নির্বাচনে নৌকার বিজয় হবে ইনশা’আল্লাহ।
নাগরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী। এখানে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে আছে রফিজ উদ্দিন। সহবতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিস । এখানে বিএনপির ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোফায়েল আহমেদ। বেকড়া আটগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত হোসেন ও আওয়ামী লীগে বিদ্রোহী হিসেবে আছে আসাদুজ্জামান কিসলু। ধুবড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোঃ মতিয়ার রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে শফিকুর রহমান শাকিল। সলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম খান অপু ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রার্থী এমদাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান। গয়হাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে মোস্তাফিজুর রহমান আশকর। মামুদনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শেখ জজ কামাল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে আনোয়ার হোসেন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে নিজাম উদ্দিন। ভাদ্রা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হামিদুর রহমান লালন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে শওকত হোসেন এবং বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে হাবিবুর রহমান হাবিব। দপ্তিয়র ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম মিয়া ও বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে এম ফিরোজ সিদ্দিকী। পাকুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শামিম খান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে নজরুল ইসলাম, কামরুন্নাহার কাকলী এবং বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে সিদ্দিকুর রহমান। মোকনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে খন্দকার সাজ্জাদ হোসেন আপেল এবং বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে আতোয়ার রহমান কোকা।

98 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির