তবে উত্তম হচ্ছে- মনের সংকল্পের সঙ্গে সঙ্গে মুখেও নিয়ত করা। আর নিয়তের জন্য বিশেষ কোনও ‘শব্দমালা’ হাদিসে সাব্যস্ত নেই।
প্রতিদিনের দোয়া
বস্তুত সৃষ্টিজগতের সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। একজন সচেতন মুসলিম যেকোন প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়। দোআ এক ধরনের জিকির (স্মরণ)। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে ও তাঁর রাসুলের মাধ্যমে আমাদের শিখিয়েছেন কিভাবে তাঁর কাছে চাইতে হবে। নগদ ইসলামিক অ্যাপে ইসলামিক জীবন-এর প্রতিদিনের দোয়া ফিচারে আছে নিত্যদিনের প্রয়োজনীয় দোয়াসমূহ। লগইন করেই প্রতিদিনের দোয়া ফিচারটি ব্যবহার করে শিখে নিন এবং আমল করুন প্রয়োজনীয় দোয়া।
ফতোয়ায়ে হিন্দিয়াতে উল্লেখ আছে- সেহরি খাওয়ার জন্য ওঠা এবং সেহরি খাওয়াটাই মূলত নিয়ত।