ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. তথ্য প্রযুক্তি

পতেঙ্গার জেলেপাড়া থেকে ফিনল্যান্ডে মাইক্রোসফটে নিখিলের এগিয়ে চলা

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ জুন ২০২১, ৩:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

ডি এইচ মনসুর, চট্টগ্রাম :

বহুজাতিক মাইক্রোসফট কোম্পানিতে চাকরি পেয়েছেন চট্টগ্রাম নগরীর পতেঙ্গার জেলেপাড়ার সন্তান নিখিল দাস।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অদূরে এসপো সিটিতে মাইক্রোসফট অফিসে ল্যাব অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন নিখিল দাশ।
নিখিল কাটগড় মুসলিমাবাদ জেলেপাড়ার বাসিন্দা কমলা দাসের পুত্র।
নিখিলের পড়াশোনা ইস্টার্ন রিফাইনারি মডেল হাইস্কুলে। পরে সরকারি সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে।
সেখান থেকে ২০১৫ সালে স্নাতক ও ২০১৭ সালে স্নাতকোত্তর শেষে পাড়ি জমান ফিনল্যান্ডের তামপেরে ইউনিভার্সিটিতে।
সেখানে পদার্থ বিজ্ঞানে মাস্টার্সে পড়াশোনা অবস্থায় কাজ করছিলেন সহকারী গবেষক হিসেবে। পরে নিখিলকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি।

ফিনল্যান্ডে অবস্থান করা নিখিল বলেন, আমার বাবা ৪ বছর বয়সে মারা যান। তখন সংসারের বোঝা কাঁধে নেন আমার মা কমলা দাস। তিনি একটি এনজিওতে চাকরি করে দিনরাত পরিশ্রম করে আমার লেখাপড়া চালিয়ে গেছেন।
সংসারের প্রয়োজনে পড়াশোনার পাশাপাশি আমরা একটি চায়ের দোকানও চালাতাম। পরে কলেজে পড়ার সময় আমি টিউশন করে নিজের খরচ চালতাম।
নিখিল বলেন,ইতোমধ্যে আমি মাইক্রোসফটে ল্যাব অপারেটর হিসেবে কাজ শুরু করেছি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো জায়ান্ট কোনো প্রতিষ্ঠানে কাজ করার। মাইক্রোসফটের পরিধি অনেক বড়। এখানে আমার মেধার পুরোটাই দেওয়া যাবে। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো, যাতে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে পারি। এজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী।
নিখিলের সাফল্যে দারুণ খুশি তার মা কমলা দাস।
তিনি বলেন, ছোট বেলা আমার ছেলে টিউশন করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছে। তার এই সাফল্যে আমি খুব গর্বিত ও আনন্দিত। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে এই সংসার চালিয়েছি। ছেলেকে কখনো ভালো কিছু খাওয়াতে পারিনি। সে এখন যে পর্যায়ে পৌঁছেছে সবকিছু নিজের প্রচেষ্টায়। আশা করি, আমার ছেলে প্রত্যেক দরিদ্র পরিবারের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

303 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০