ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. তথ্য প্রযুক্তি

গুগল ক্রোম ব্রাউজারে নতুন করে যুক্ত হচ্ছে ‘রিড লেটার’

প্রতিবেদক
নিউজ ভিশন
২৯ জুলাই ২০২০, ৩:৫৯ অপরাহ্ণ

Link Copied!


নিউজভিশন ডেস্কঃ


গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম ব্যবহারকারীদের জন্য ‘রিড লেটার’ বা ‘পরে পড়ুন’ নামের একটি ফিচার নিয়ে আসছে। নতুন এই বাটনের মাধ্যমে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে যে কোন ট্যাব সেভ করে রাখতে পারবেন। ফিচারটি বর্তমানে ক্রোম ৮৬ ক্যানারি ব্রাউজারে অন্য একটি ফ্ল্যাগ ফিচারের তত্ত্বাবধায়নে পরীক্ষামূলক ব্যবহার চলছে।

এর আগে আর্টিকেল বা অনলাইন পেইজ সেভ করে রাখার জন্য ক্রোমে তৃতীয় পক্ষের তৈরি একাধিক এক্সটেনশন পাওয়া যেত। ফায়ারফক্সে আগে থেকেই “Integrated Pocket” নামক একটি অপশন রয়েছে। যা গ্রাহককে এই সুবিধা দিয়ে আসছে। মাইক্রোসফটের এজেও গুরুত্বপূর্ণ পেইজ সেভ করে রাখা যায়। যা পরে অফলাইনেও বের করে পড়া যায়।

তবে ফিচারটি আইফোন এবং আইপ্যাডে অনেক আগে থেকেই রয়েছে। আইফোন এবং আইপ্যাডের ক্রোম ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন ভাবেই এই অপশনাল ফিচারটি দেওয়া রয়েছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য ক্রোমের এই রিডিং লিস্টে পেইজ যোগ করতে হলে স্ক্রিনের ডানপাশে শেয়ার অপশনে ক্লিক করে ‘রিড লেটার’ বাটনে চাপ দিলেই তালিকায় চলে যাবে।

যেভাবে শুরু করবেনঃ
ফিচারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে আনেবল করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে-
১. ক্রোম ব্যাউজার খুলুন।
২. সার্চ বারে “chrome://flags” লিখে এন্টার চাপুন।
৩. “Read Later” অপশনটি খুজে বের করুন।
৪. অপশনটি আনেবল করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন।

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম জানিয়েছে খুব শীঘ্রই ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য চলে আসবে।

 

এনভি/ইকবাল/ঢাকা। 

251 Views

আরও পড়ুন

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা