ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশিত হবে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। রাজাকারের তালিকা প্রকাশের জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তা চলবে।

আজ শনিবার (১৮ ফেব্রয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির চলমান পদযাত্রা একটি অকার্যকর ও অযৌক্তিক কর্মসূচি। এ কর্মসূচি দিয়ে সরকার পতনের কোনো নজির নেই। তাই এ ধরনের আন্দোলন করে কোনো লাভ হবে না।’

এ সময় তিনি আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে বিরোধী পক্ষ বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপি নেতাদের পাকিস্তানপ্রীতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা মুক্তিযুদ্ধ নিয়ে অবান্তর কথা বলে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বলেছেন এ দেশে নাকি মুক্তিযুদ্ধ হয়নি। ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে।’ এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি তাদের পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দেন।

এর আগে মন্ত্রী বাগমারায় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, পুঠিয়া ও দুর্গাপুর আসনের এমপি ডা. মনসুর রহমান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ।

328 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা