মিজানুর রহমান, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে চার’শ জনের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপাহার হিসাবে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ষ্টেডিয়ামে কোভিড-১৯ এ আক্রান্ত ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে জেলা স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেকের মধ্যে ১০ কেজি চাল এবং নগদ ৫০০/- (পাঁচশত) টাকা উপহার হিসেবে বিতরণ করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী;, পৌর মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো: জয়নাল আবেদীন হায়দার, সমাজসেবা অধিদপ্তরেরর উপ-পরিচালক সুচিত্রা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।