ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

শিবিরের নতুন সভাপতি জাহিদ, সেক্রেটারি নুরুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারাদেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম । সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম।

ছাত্রসংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ৩১ ডিসেম্বর সকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
এর আগে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিদায়ী সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতিরা।

নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এর আগে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক,নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

নতুন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এর আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক এবং খুলনা মহানগরের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।

প্রসঙ্গত,সর্বশেষ উম্মুক্ত স্থানে ইসলামি ছাত্রশিবির সদস্য সম্মেলনের আয়োজন করে ২০১০ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

আরও পড়ুন

শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি তুরন কান্তি দাস, সম্পাদক জয়ন্ত সেন

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বদলের আহবান শিবির সভাপতির

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা

ড.মিজানুর রহমান আজহারীর প্রার্থীতা নিয়ে জামায়াতের বক্তব্য

অনির্দিষ্টকালের জন্য তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাস বন্ধ ঘোষণা

গারো পাহাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

নাটোরে এক নারীর ২৩ বছরের পরিশ্রমী লড়াই -জোগালি থেকে হেডমিস্ত্রি