ঢাকারবিবার , ২ জুনe ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

রাজধানীকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল বিএনপি–স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়ে বিএনপি রাজধানী ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল। যদিও বলেছিলো তারা শুধুমাত্র অবস্থান করবেন। 

শনিবার বিএনপির কর্মসূচি চলার সময় রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যেই কর্মসূচি দিচ্ছে বিএনপি। এ সংক্রান্ত প্রমাণও পাওয়া গেছে। আজকে তারা ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মত একটা পরিকল্পনা করেছিল।

“যদিও বলেছিলেন তারা অবস্থান করবেন কিন্তু অবস্থান করেই তারা কিন্তু বসে থাকেননি। আমরা কয়েকজন বিএনপির সেন্ট্রাল নেতাদের দেখেছি তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে রাস্তা বন্ধ করে দিয়েছেন। রাস্তার উপর দাঁড়িয়ে সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, ‘সব সময় বলে আসছি, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু যখনই তারা জনগণের দুর্ভোগ করবে, জানমালের ক্ষতি করবে, আহত করবে, হত্যার চেষ্টা করবে, গাড়ি ভাঙচুর করবে সেটি পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রতিহত করবে। তাদের ওপর যে অর্পিত দায়িত্ব, সেটা তারা পালন করবে।’

বিএনপি আবার ‘অগ্নিসন্ত্রাসের’ পথে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১০টি পুলিশের গাড়ি ও ২০টি গণপরিবহন ভাঙচুর করেছে তারা। আগুন দিয়েছে অন্তত ছয়টি বাসে। বিএনপি আবারও সেই অগ্নিসন্ত্রাস করবে কিনা, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে কিনা। এই প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি থেকে সংঘাতে আহত হয়েছেন ডজনখানেক ব্যক্তি, পোড়ানো হয়েছে অন্তত তিনটি বাস, ভাংচুর হয়েছে আরও গাড়ি। সংঘাতের জন্য বিএনপির নেতাকর্মীদেরই দায়ী করেছে পুলিশ।

182 Views

আরও পড়ুন

‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন আবারও চালু হচ্ছে

নাগরপুরে চমক দেখিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী জনপ্রিয় নেতা ফারুক

শান্তিগঞ্জে উপজেলা নির্বাচনে তিন প্রাথী হাড্ডাহাড্ডি লড়াইয়ে, বিজয় আসবে নীরব ভোটে

লন্ডনে বিক্রমপুর উৎসব ২০২৪ অনুষ্ঠিত

কোটি টাকার ওপর বিল বকেয়া, পৌরসভা কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন

চরফ্যাশন গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

মহেশখালীতে পাওনা টাকা চাওয়ায় ৫ জনকে কুপিয়ে জখম

শার্শায় পৃথক অভিযানে মাদকদ্রব্য সহ ছয় জন গ্রেফতার 

শ্রীবরদীতে আস্থা প্রজেক্টের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রেমালের আঘাতে ভোলার চরফ্যাশনের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত

শিশুদের নৈতিক শিক্ষালয় তার পরিবার

আমেরিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন