শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কক্সবাজার সরকারী কলেজ শাখা।
======================================
শিক্ষার আলোয় বেগবিন্যাসে চলো,
পঠনের সফলতা হলো মাল্যভোগ।
আর্থিক মন্দতার আঁধারে নিপীড়িত,
আমরা যেন একসাথে তাকাবো নিষ্ঠুর দিনগুলোর সঙ্গে।
ক্লাসরুমে বসে মেজাজে সঙ্গীতের মতো,
গণিত সমস্যার সাথে নিজেকে তুলো।
পড়াশোনায় ভোরের সঙ্গে থাকো,
সম্ভার করে নিজের ভবিষ্যত গড়ো।
বিজ্ঞানের আলোর মাঝে উড়ে যাও,
সাক্ষাৎকারের বড় দিনে হেটে আও।
ইংরেজির মধ্যে ছড়িয়ে যাও সহজে,
সম্প্রদায় বাধার কথা ভুলে যাও।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতো,
আমরা একসাথে অগ্রসর হওয়া চাই।
সবাই সহজে মাঝে মাঝে ছেড়ে যাও,
সহজেই হবে সমৃদ্ধির বিশ্বাস।
শিক্ষার প্রতীক হলো সকল ইন্টার সেকেন্ড ইয়ার,
একটি উজ্জ্বল ভবিষ্যতের কারণ হও।
লেখা পড়ায় মনোযোগী হতে জানো,
সফলতা পাওয়ার উপায় পথ দর্শন করো।