ইকবাল আজাদ,স্টাফ রিপোর্টার :
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন। এর মধ্যে দিয়ে ৪৮ ঘন্টা আগে যে, ১ হাজার ৩৪ জন আক্রান্তের রেকর্ড ছিল তা ভেঙ্গে গেছে। একদিনে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষাও করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সর্বোচ্চ পরীক্ষায় এই সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। একই দিনে মৃত্যুর সংখ্যাও সমস্ত রেকর্ড বেঙ্গে দিয়েছে। একদিনে ১৯ জন রোগী মারা গেছে। এর ফলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬৯ জন। এর মাধ্যমে এটা স্পষ্ট হলো যে, বাংলাদেশে সামাজিক সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।