মুহা. ইকবাল আজাদ
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৭৩ জন। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন থাকা ২০ জন আক্রান্তকারী। যাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৪ জন নারী। মৃত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, রংপুর বিভাগের ২জন, খুলনা বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল দেশে আক্রান্ত হয়েছেন ১৬৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৪ জন করোনা রোগী। দেশে এ পর্যন্ত মোট ৪৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। তার মধ্যে ঢাকার শহরের ২৪টি ল্যাব এবং ঢাকার বাহিরের ২৩টি। শেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১০৮৩৪টি। এ পর্যন্ত মোট ২৩৪৬৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। আজ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন প্রেস বুলেটিনে এ কথা জানান।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ছাড় পায়নি বাংলাদেশও। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত হয়। ১৮ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু ঘটে। গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনায় আক্রান্তকারী এবং মৃত্যুর সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে। শেষ কয়েকদিনে জ্যামিতিক হারে বেড়ে চলা আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ৩২ হাজার ছাড়িয়েছে। আজকের আক্রান্তসহ মোট রোগীর সংখ্যা ৩২ হাজার ০৭৮ জন। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। গতকাল থেকে আজ করোনা রোগী বৃদ্ধি পেয়েছে ১৭৯ জন। দেশে মোট শনাক্ত অনুযায়ী রোগীর সুস্থতার হার ২০.৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪১ শতাংশ। সবচেয়ে বেশি আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকা বিভাগে। মোট আক্রান্তকারীর সিংহভাগ ঢাকা শহরে।
বিশ্বখ্যাত ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারস এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সমগ্র বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ লাখ ছাড়িয়ে ৫৪ লাখের পথে। পাশাপাশি মৃত রোগীর সংখ্যা ইতিমধ্যে ৩ লাখ ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বে করোনায় মৃত রোগীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজারেরও বেশি। করোনা আক্রান্তে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করছে। যেখানে আক্রান্তকারীর সংখ্যা ইতিমধ্যে ১ মিলিয়ন অতিক্রম করেছে। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৪৫ হাজার এবং মৃত্যু ৯৭ হাজার ছাড়িয়ে।