ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

আমি ভোটের আশায় আপনাদের জন্য কাজ করি নাই————পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি

প্রতিবেদক
নিউজ ভিশন
২৬ ডিসেম্বর ২০২০, ১০:৫৪ অপরাহ্ণ

Link Copied!

আবু সাইদ স্টাফ রিপোর্টারঃ
উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী হাওররত্ন আলহাজ্জ্ব এম এ মান্নান এমপি।
তিনি বলেন,আমি ভোটের আশায় আপনাদের জন্য কাজ করি নাই। ভোটের জন্য নলকূপ, ল্যাটিন দেই নাই। আমার বিশ্বাস,আওয়ামীলীগ সরকার গরীব মানুষের উপকার করে। নারীদের উপকার করে।সব ক্ষেত্রে এখন নারী। আওয়ামী
লীগ সরকার নারীদের সামনে আনার জন্য চেষ্টা করছে। আমরা সরকারের সকল কাজে নারীদের সামনে রাখব।

আপনারা আমার মত সাধারণ মানুষজন। আমরা মানব ধর্মের অধিকারী। সমাজে বিভিন্ন ধর্মের ও শ্রেণীর মানুষ থাকে। বাংলাদেশের ৮০ ভাগ মানুষ গ্রামে থাকে। আমাদের ১৮ কোটি মানুষের এক পরিবার।

সুনামগঞ্জের কিছু নেতা আমার বিরোদ্ধে নেত্রীর সামনে নালিশ করেছিলেন। বড় বড় কাজ সব আমি নাকি শান্তিগঞ্জে নিয়ে আসছি। আমি বিশ্ববিদ্যালয় আনি নাই। তারা সামান্য স্বার্থের জন্য আমাকে অপমান করেছেন। আমি এদের সাথে চা-পানি খাই, একসাথে যাওয়া-আসা করি। কারো সাথে আমার বিবাদ নাই। উন্নয়ন সব সুনামগঞ্জের মানুষ পাবে। আমার কোন কিছু নয়। আমার কোন কিছুর দরকার নাই। আমার পৈত্রিক ভিটা সরকারকে দান করে দিয়েছি। এখানে আমার মায়ের নামে একটি টেকনিক্যাল স্কুল করবে।
তিনি বলেন, শান্তিগঞ্জের আশেপাশেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। আমাদের অন্তর হতে হিংসা দুর করতে হবে।গরীব মানুষকে ভালাবাসতে হবে। দেশের প্রতি ভালবাসা দরকার।এক আল্লাহ আমাদের প্রতিপালক। তিনি আমাদের পালন করেন। আল্লাহ মহাবিচারক। আল্লাহর কাছে কোন কিছুর অভাব নেই, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরেও কোন অভাব নেই। আমরা এক ভাত খাই। দরিদ্র ও প্রতিবন্ধী মানুষ আমার আপনজন। আমরা সকলে মিলে সুনামগঞ্জের উন্নয়নে কাজ করব।

মাননীয় প্রধানমন্ত্রী হাওরবাসীর উন্নয়নে খুবই আন্তরিক। তিনি সব সময় আপনাদের কথা মনে রাখেন।
তিনি আরো বলেন- ছেলেমেয়ে কোন ভেদাভেদ নাই। সবপদে মেয়েরা আছে। আমাদের মেয়েদের বড় বড় চাকরি হচ্ছে। আমাদের ইউএনও, এসিল্যান্ড মহিলা।

শনিবার সকাল ১১ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজেন “ স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি, পান করলে নিরাপদ পানি, সুস্থ থাকবো সবাই জানি ” এই স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ৩০০ টি গভীর নলকূপ ও ৪০০ টি অফসেট টুইন পিট লেট্টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী হাওররত্ন আলহাজ্ব এম এ মান্নান এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নূর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম,
জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-স্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ ও গীতা পাঠ করেন অসীম।

এ সময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার,সহকারী কমিশনার (ভুমি) সুনন্দা রায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী,দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন,শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী,
উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান,পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন।
এছাড়া আরো উপস্হিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান,যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া,জুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ,সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ইউপি সদস্য আশরাফ আলী, বদরুল ইসলাম,আব্দুল বাতিন,মহি উদ্দিন সাদিক, উপজেলা জনস্বাস্থ্য অফিসের আলী মর্তুজা,অমিতাব দাস,,দীন ইসলাম ও সাজাউল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃম্দ,উপকার ভোগীবৃন্দ প্রমুখ

142 Views

আরও পড়ুন

সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গণ-ইফতার মাহফিল সম্পূন্ন।

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

শান্তুিগঞ্জে ফতেপুর যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

বিশ্বম্ভরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের দক্ষতা অর্জন ও মানোন্নয়ন শীর্ষক সভা ও ইফতার মাহফিলে প্রেসক্লাব নিয়ে বৃহত্তর ঐক্যের ডাক

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: আক্কাস মার্কেটের দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাবির বিজয় একাত্তর হলে আইএইচসি পরিবারের ইফতার

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর দিনব্যাপী ইফতার মাহফিলের প্রচারণা