ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

পিআইবি’র উদ্যোগে দুইদিন ব্যাপী নারী ও শিশু বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ অক্টোবর ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

মিজানুর রহমান: প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী নারী ও শিশু বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন। বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালন করেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) ও সুনামগঞ্জের কৃতি সন্তান আফরাজুর রহমান। প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন এর বার্তা সম্পাদক আল হেলাল, দৈনিক হাওরাঞ্চলের কথা’র বার্তা সম্পাদক আলাউর রহমান, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও সোনালী খবর পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক নয়া দিগন্ত জেলা সংবাদদাতা তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক পুনরুত্থান পত্রিকার জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ, আমার বার্তার জেলা প্রতিনিধি মো: আফজাল হোসেন, দৈনিক স্বাধীন বাংলা জেলা প্রতিনিধি বাবুল মিয়া, গাজী টিভি জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, সংবাদ প্রতিদিন’র জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার আশিস রহমান, সুনামগঞ্জের ডাক’ স্টাফ রিপোর্টার সুলেমান মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি ও সুনামগঞ্জের খবর বিশ্বম্ভরপুর প্রতিনিধি স্বপন কুমার বর্মন, দৈনিক শ্যামল সিলেট জামালগঞ্জ প্রতিনিধি জিয়াউর রহমান, দৈনিক হাওরাঞ্চলের কথা’র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান সহ প্রশিক্ষনে অংশগ্রহনকারী বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০জন সাংবাদিক। উদ্বোধন কালে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমান সরকার অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। সেগুলো জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের কাজ। সেই সাথে আমাদের কোথাও ভুলত্রুুটি হলে সেটাও ধরিয়ে দেয়া গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য। সম্প্রতি দেশজুড়ে ধর্মীয় উম্মোধনা প্রতিরোধ সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ন। সুনামগঞ্জের শান্তি সম্প্রীতি বজায় রাখতে অতীতের ন্যায় আপনারা প্রশাসনকে সহায়তা করার আহবান জানান। তিনি আরও বলেন, সকলের সহযোগিতা সুনামগঞ্জে শান্তি শৃংখলা বজায় উস্কানিমুলক খবর প্রকাশ না করতে অনুরোধ করেন। পিআইবি’র পরিচালক আফরাজুর রহমান বলেন, পিআইবি দেশ ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করে আসছেন। পিছিয়ে পড়া গণমাধ্যমকর্মীদের উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ সংবাদকর্মীতে রূপান্তর করতে কাজ করছে। হাওর সাংবাদিকতার উপরও তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাওরাঞ্চলের সাংবাদিকদের আবাসিক সুবিধার জন্য পিআইবি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে। অনেক গণমাধ্যমকর্মী আছেন যাদের আর্থিক সামর্থ নেই যে, তারা ঢাকায় গিয়ে নিজস্ব খরচে অবস্থান করে প্রশিক্ষন গ্রহন করবেন। সে জন্যই সরকারী অর্থায়নে সাংবাদিকদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। জেলা পর্যায়ে প্রতি বছরই সাংবাদিকদের প্রশিক্ষনের সুযোগ দেয়া হলেও অনেক সাংবাদিক আছেন যারা কখনও প্রশিক্ষনের সুযোগ পায়নি। তাদেরকে এ বছর অর্ন্তভুক্ত করা হয়েছে।

244 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির