রিপন মিয়া ,সদর প্রতিনিধি মৌলভীবাজার।
সোনারবাংলা আদর্শ ক্লাবের জার্সি উম্মোচন অনুষ্টান সম্পন্ন। ০৮/১০/১৯তারিখ মঙ্গলবার আলাপুর মাঠে ক্লাবের জার্সি উম্মোচন অনুষ্টানে ক্লাবের অধিনায়ক ইকবাল আহমেদের সভাপতিত্বে ক্লাবের সহ-অধিনায়ক সাইদুর রহমান চৌধুরী সাকিবের পরিচালনায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি কয়েছ আহমেদ, সহ-সভাপতি-শাকির হোসেন,সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক নয়ন আহমেদ,সহপ্রচারওপ্রকাশনা সম্পাদক মুকিদ আহমেদ সহ সকল ক্রিকেটার উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতির বক্তব্য বলেন-সোনারবাংলা আদর্শ ক্লাব মৌলভীবাজারের বৃহওম টুর্নামেন্টে প্রথম বারের মত অংশ গ্রহণ করছে তাই সকলেঅ দোয়া ও ভালবাসা চাই এবং ক্লাবের জার্সি স্পনসর করার জন্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাহেদ চৌধুরী কে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।