ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা
  3. বিশেষ সংবাদ

সুনামগঞ্জের কুস্তি খেলার দুই সংগঠনের মীমাংসা বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ২:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ সদর উপজেলার কুস্তি খেলা নিয়ে দুই সংগঠনের ঝামেলার মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে আলোচনা সভায় মিডিয়া ব্যক্তিত্ব অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুজ আলীর সভাপতিত্বে ও আব্দুস সাত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বাচ্চু এর সঞ্চালনায় বৈঠকে উপস্হিত ছিলেন সিরাজুল ইসলাম পলাশ, ইকবাল হুসেন, মিসবাহ উদ্দিন রুমি, মশিউর রহমান রাসেল, মাস্টার আতাউর রহমান।

আদিবাসী কৃতিত্বটা ধরে রাখতে কবি সহিদ মিয়া “একাগ্রচিত্তে তাকান” কাব্যগ্রন্থ থেকে প্রমাণিত হয় যে,এই অঞ্চলে দীর্ঘকাল থেকে কুস্তি খেলা চলে আসছে। সেই কুস্তি খেলাকে লক্ষ্য করে লক্ষ লক্ষ জনতা এই খেলা খেলে থাকেন। স্থানীয় জনতা এই খেলাকে কেন্দ্র করে বিগত ৭ বছর পূর্বে বিভিন্ন অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গ্রামে গ্রামে ঝগড়ায় লিপ্ত হয়ে যেতো। সেই সূত্রে স্থানীয় কিছু সাবেক খেলোয়াড় একটি কমিটি গঠন করে কমিটির নাম দিলেন ভাটি বাংলা ফেডারেশন। সভাপতি সাধারণ সম্পাদক নিযুক্ত করে এতে যাচাই-বাছাই করে ৫৭টি টিম স্থান পায় এবং যাচাই-বাছাই করে আমিন নিয়োগ হয়। সংগঠনের মেয়াদ ছিলো দুই বছর স্থানীয় জনতার মন মানসিকতা ভালো তাই ক্যাশিয়ার নিয়োগ হয়নি। প্রতি টিম থেকে ৩০০০ টাকা করে তোলা ও বিভিন্ন অনিয়মে জরিমানা আদায় করা হয় বিভিন্ন টিম থেকে। বিগত এক বছর পূর্বে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম কুস্তি খেলার নামে একটি বিভাজন ঘটে। সেই বিভাজনে শাহানুরের সভাপতিত্বে ১৬ টি টিমের নাম দেন এসোসিয়েশন। নতুন বছরের সূচনার পূর্বে ফেডারেশনের কয়েকজন সদস্যর উপস্থিতিতে সভাপতি নুরুল হক ওই টিমগুলোকে বহিষ্কার ঘোষণা করেন। সেই সাথে ৯ জন আমিন ও ৪ টি লাইভারকে ও বহিষ্কার করেন সরাসরি লাইভে। সেই থেকে ১৬ টি টিমের খেলোয়ার এবং জনতা বিপ্লবী হয়ে ওঠে।এগুলি দেখে স্থানীয় সুশীল সমাজের বিজ্ঞ কয়েকজন ব্যক্তিরা উভয় পক্ষের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে বিষয়টি মীমাংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি মো, সহিদ মিয়া, অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাসেম, জমির উদ্দিন, আজির উদ্দিন, ফারুক মিয়া, আল্লাদ মিয়া,সাইদুল আমিন, বাতিন মিয়া, সাদক আলী, তহুর মিয়া, মধু মিয়া, কামাল উদ্দিন,অধ্যাপক ফজলুল হক দোলন, আবুল কাশেম, বশীর মিয়া, আলিনুর,মতিউর রহমান,নুরে আলম, আজাদ মিয়া, আলি আহমদ, জাহাঙ্গীর, জাহিদ হুসেন, খালেদ মিয়া, শতাধিক টিম লিডার ও সাবেক কুস্তিগিরগণ প্রমুখ।

425 Views

আরও পড়ুন

কক্সবাজারকে নিরাপদ শহর গড়ে তুলা হবে- র‍্যাব সিও কামরুল হাসান

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সাগরপথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,মানব পাচার চক্রের তিন সদস্য আটক

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থীতা চেয়ে মতবিনিময় সভায় অংশ নিলেন এম এ মালেক খান

শান্তিগঞ্জে সুবিপ্রবি’র স্হায়ী ক্যাম্পাস দ্রত বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

শান্তিগঞ্জে বসত বাড়ী জোর দখলের অভিযোগে পরিদর্শনে মানবাধিকার চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান

ফেনীর ফাজিলপুরে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগ।

জনগণ জেগে উঠেছে, আসছে ন্যায়-ইনসাফের বাংলাদেশ”—চকরিয়ায় ড. হামিদ আজাদ

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত : বুলু

মিঠাপুকুরে বিএনপি কর্মী আশিকুর রহমান লিমনের জামায়তে যোগদান

দোয়ারাবাজারে বিএনপি নেতা মামুন মিয়ার সংবাদ সম্মেলন