ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

লর্ডসে ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন গোস্বামী

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ আগস্ট ২০২২, ৪:৫০ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ

ইংল্যান্ডের সাথে শেষ ওয়ানডেতে ক্রিকেটকে ছুটি জানাবেন ঝুলন গোস্বামী। ক্রিকেটের মক্কা লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতের নারী দলের এই অভিজ্ঞ ফাস্ট বোলার। সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ ইংল্যান্ডের সাথে শেষ ওয়ানডে খেলবে ভারত নারী দল।আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে মোট ৩৫২টি উইকেট শিকার করেন ঝুলন। দেশের হয়ে সেরা উইকেট শিকারি হিসেবে বিদায় নিবেন এই সিনিয়র ক্রিকেটার।

গত মার্চে বিশ্বকাপে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ঝুলন। শেষ শ্রীলঙ্কা সিরিজে ফিটনেস ইস্যুতে দলে জায়গা হয়নি ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের। গত জুলাইয়ের মাঝামাঝিতে পুনরায় ফিটনেস ঠিক করে ইংল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে জায়গা পান ঝুলন। অবশ্য ২০১৮ থেকে টি-টোয়েন্টি এবং ২০২১ থেকে টেস্ট দলে নেই এই প্রমীলা ক্রিকেটার।

দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই বয়স্ক ঝুলন গোস্বামী। টিম ম্যানেজম্যান্ট থেকে ঝুলনকে এ ব্যাপারে জানানো হয়। মূলত তরুণদের জায়গা দিতে জুলহানকে বিদায় জানাতে চায় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ঝুলনকে মাঠ থেকেই আনুষ্ঠানিক বিদায় জানাতে চায় বিসিসিআই। পরে উভয়ের সম্মতিক্রমে এই সিরিজ থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেটে আরও কয়েক বছর খেলবেন ঝুলন। জানা যায়, আগামী বছর মেয়েদের আইপিএলে খেলবেন এই বোলার। পাশাপাশি পুরুষ আইপিএলে এক দলের মনিটরিং রোলে কাজ করার কথা আছে তার। তাছাড়া তিনি বাংলা দলের হয়ে খেলোয়াড় ও মেন্টরের ভূমিকা পালন করবেন।

ভারতের হয়ে মোট ১৯ বছর প্রতিনিধিত্ব করেছেন ঝুলন গোস্বামী। ১২ টেস্ট, ৬৮ টি-টোয়েন্টি এবং ২০১টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ৫০ ওভার ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী ঝুলন গোস্বামী।

570 Views

আরও পড়ুন

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা