মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণে লম্বা পথ পাড়ি দিয়েছেন লিটন কুমার দাস। স্বপ্নের মতো শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে লিটনের ব্যাট কথা বলেছিলো তিন সংস্করণেই। সর্বশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের উভয়টাতে অর্ধশতক তুলে নিয়েছেন লিটন। তাতেই স্বপ্ন সারথির বিস্তীর্ণ পথে লিটনের সাফল্যের পথ যেন আরেকটু দীর্ঘায়িত হলো। জিম্বাবুয়ে সিরিজের ধারাবাহিকতায় টি-টোয়েন্টি সংস্করণে ক্যারিয়ারের প্রথম বারের মতো ২৩তম স্থানে উঠে এসেছেন লিটন কুমার দাস।
জিম্বাবুয়ে সিরিজে ব্যাট এতটা ধারাবাহিক হবে, তা লিটন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। সিরিজের শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত সংস্করণে লিটনের অবস্থান ছিলো ৪৬তম। সিরিজের ২ ম্যাচে ১১৯ গড়ে দুই ফিফটিতে লিটন করেন ১১৯ রান। তাতেই র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি হয় লিটনের। ফখর জামান এবং ডেভিড মিলারের সাথে সমান পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের তালিকায় ভাগ বসান লিটন। বর্তমানে তিনি একই পয়েন্টে উভয়ের মাঝে (২৩তম স্থানে) অবস্থান করছেন।
টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ একদম তলানি সারির দল। টেস্ট-ওয়ানডেতে পিছিয়ে থাকা আফগানিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ থেকে ২ ধাপ উপরে অবস্থান করছে। তালিকার শীর্ষ ২০ এ নেই কোন ব্যাটসম্যান কিংবা বোলার। ব্যাটিংয়ে প্রথমবারের মতো ২৩তম স্থানে আছেন লিটন দাস। কাপ্তান রিয়াদ তিন ধাপ পিছিয়ে ৩১ এ অবস্থান করছেন। শীর্ষ ৫০ এ নাইম (৪৪) এবং সৌম্য (৪৬) ছাড়া কেউ নেই। র্যাঙ্কিংয়ে টেস্ট-ওয়ানডেতে ব্যাটিংয়ে দেশের হয়ে নেতৃত্ব দেওয়া মুশফিক দুই ধাপ পিছিয়ে ৬০ এবং তামিম ৫১তে অবস্থান করছেন। বোলিংয়ে দেশের হয়ে হালের মোস্তাফিজ অবস্থান করছেন ৩২তম স্থানে। শীর্ষ ৫০ এ আলামিন (৪৯) ছাড়া নেই অন্য কেউ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্বলতা নতুন কিছু নয়। যুগ যুগ ধরে এভাবেই টুর্নামেন্টের আন্ডারডগ হয়ে খেলে আসছে। এই বছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রস্তুত হচ্ছে প্রতিটি দল। তরুণদের মিশিলে বাংলাদেশেরও প্রস্তুতি পর্বের বেশ তোড়জোড় চলছে। দলে সিনিয়র খেলোয়াড়দের থেকে তরুণ খেলোয়াড়ের সংখ্যা বেশি। সৌম্য-লিটনদের ব্যাট নিয়মিত কথা বললে হয়তো বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে পারে টিম বাংলাদেশ।