ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বেতন বিতর্কের অবসান, বোলিং পরামর্শক হিসেবে চামিন্দার প্রত্যাবর্তন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ মার্চ ২০২১, ১:৪৫ অপরাহ্ণ

Link Copied!


মুহা. ইকবাল আজাদ, ক্রীড়া প্রতিবেদক।


ক্যারিবিয়ান সিরিজের আগে চামিন্দা ভাসকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু বেতন বনাবনি না হওয়ায় তিন দিনের মাথায় পদত্যাগ করেন এই কিংবদন্তি বোলার। সম্প্রতি ভাসের সাথে বোর্ড কর্তারা পুনরায় আলোচনায় বসেছেন, বেতন বিতর্কের অবসান ঘটিয়েছেন। তাতে সিদ্ধান্তের পরিবর্তন করছেন চামিন্দা ভাস। আবার ছেড়ে দেওয়া গুরু দায়িত্বে ফিরবেন। তবে বোলিং কোচ হিসেবে নয়, বরং বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন এই ক্রিকেটার।

২০১৯ সালের ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বোলিং গুরুর দায়িত্ব পালন করছিলেন ইংলিশ কোচ ডেভিড সাকার। কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। সাকারের স্থলাভিষিক্ত হিসেবে চামিন্দা ভাসের উপর আস্থা রাখেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ান সিরিজে বোলিং কোচ হিসেবে যোগ দেওয়ার কথা ছিলো ভাসের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজয়ে উড়াল দেওয়ার কয়েক ঘন্টা আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে চামিন্দা ভাসও পদত্যাগ করেন।

আলোচনায় নাকি মেলে সহজ সমঝোতা। উভয় পক্ষের বৈঠকে কাজকে সহজ করে দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বোলিং কোচ থেকে বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব দিয়েছেন ভাসকে। নতুন দায়িত্বের কাজও ভিন্ন। শ্রীলঙ্কান এইচপি টিমকে দেখাশোনা করবেন ভাস। জাতীয় দল থেকে ছিটকে পড়াদের পুনরুদ্ধার এবং নতুন ফাস্ট বোলার আবিষ্কার করাই এই কিংবদন্তির চ্যালেঞ্জ।

ক্যারিবীয় সফরের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কা ক্রিকেট দলের। করোনায় আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে পড়েছিলেন একাধিক ক্রিকেটার। সাথে নতুন বোলিং কোচ চামিন্দা ভাসের হুট করে করা পদত্যাগ যেন ম্যানেজমেন্টের কাটা গায়ে নতুন খতের সৃষ্টি করেছিলো। চামিন্দার এমন সিদ্ধান্তে বেশ খেপেছিলেন লঙ্কান কর্তারা। এক মিডিয়া রিলিজে ৪৭ বছর বয়সী এই কোচকে ‘দায়িত্বহীন’ বলে আখ্যা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।

চামিন্দা ভাসের হঠাৎ পদত্যাগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেশটির ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপক্ষে। এককালের বিশ্ব মাতানো এই ক্রিকেটারকে ‘উশৃংখল’ বলে আখ্যায়িত করেন এই মন্ত্রী। সব সমালোচনার বিরুদ্ধে ছোট্ট একটি টুইট করেছিলেন ভাস। তাতে সত্যের জয়ের প্রত্যাশা করেছিলেন। হয়তো সত্যই ফিরেছে।

সম্প্রতি শ্রীলঙ্কান লিজেন্ড দলের হয়ে ভারত খেলতে গিয়েছিলেন চামিন্দা ভাস। দলকে রানার্সআপ করেই দেশে ফিরেছেন। ফেরার পরে মিলেছে পুনরায় বৈঠকের প্রস্তাব। নতুন দায়িত্ব হয়েছে নির্ধারণ। বেতন বিতর্কের ঘটেছে অবসান। কিংবদন্তির কে-বা ছাড়তে চায়! শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তা-ই করেছেন। সমঝোতায় চামিন্দা ভাসকে নতুন দায়িত্ব দিয়েছেন। এবার দেখার পালা, নতুন চ্যালেঞ্জে কতটা সফল হবেন এই কিংবদন্তি ক্রিকেটার।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত