এম.জে. হৃদয়ঃ
মাঠের খেলায় পিছিয়ে পড়লেও অবৈধ ক্যাসিনো পরিচালনা করছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব। অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে রবিবার (২২ সেপ্টেম্বর) মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের সূত্রে জানা গেছে, বাংলাদেশে গার্মেন্টসের প্রোডাক্টের কথা বলে ভিসা নিয়ে গোপনে ক্যাসিনো পরিচালনা করতেন ১৩ নেপালি নাগরিক। তারা ক্যাসিনোর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বরত ছিলেন। দায়িত্ব ভেদে ৬০০ ডলার (৫১ হাজার ৩০০ টাকা) থেকে শুরু করে এক হাজার ডলার (৮৫ হাজার ৫০০ টাকা) পর্যন্ত তাদের মাসিক বেতন নির্ধারিত ছিল। প্রতি মাসে তাদের মোট ছয় লাখ ৪৯ হাজার ৮০০ টাকা বেতন দিত মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ।
রাজধানী মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে নগদ অর্থ, মদ, সিসার যন্ত্রাংশ, টাকা গোনার মেশিন ও জুয়া খেলার কার্ড পাওয়া গেছে। আর এই ক্লাবটি পরিচালনা করতেন নেপালের ১৩ নাগরিক।
ক্লাবের সাবেক খেলোয়াড় ও সমর্থকরা হতাশা ব্যক্ত করেছেন ক্লাবের এমন কর্মকান্ডে। তারা আশা করছেন দ্রুত এর সমাধান হবে এবং মোহামেডান আগের রূপে ফিরে আসবে।