ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

আসছে নতুন ব্যাটিং পরামর্শক, বাড়তে পারে কিউই আধিপত্য

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ আগস্ট ২০২০, ৭:৪২ অপরাহ্ণ

Link Copied!

ফাইল ছবিঃ ভেট্টোরির সাথে মিরাজ, নাইম

মুহা. ইকবাল আজাদ, ক্রীড়া প্রতিবেদক।


করোনার প্রভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেট দরজা বন্ধ। তবে এর মধ্যেই শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ। খুশির খবর হলো, দীর্ঘদিন বন্ধ থাকার পর খুব শীঘ্রই খুলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গন। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। এসবও পুরনো খবর। নতুন খবর হলো, নতুন সিরিজের সাথে যুক্ত হতে পারেন নতুন ব্যাটিং পরামর্শক। বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় নীল ম্যাকেঞ্জি। তবে করোনার ঝুঁকির মধ্যে নীল নিজের সুরক্ষা নিয়ে সতর্ক। ঘরে থেকে বের হচ্ছেন না, শ্রীলঙ্কা সফরে দলের সাথে যুক্ত হতেও আগ্রহ দেখাচ্ছেন না। ফলে স্বল্প সময়ের জন্য টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে পরিকল্পনা করছেন বিসিবি।

স্বল্প সময়ের ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে বিসিবি একটি ছোট্ট তালিকা প্রণয়ন করেছেন। পছন্দ তালিকায় নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ক্রেগ ম্যাকমিলানের নামও বেশ শোনা যাচ্ছে। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান এ ব্যাপারে বলেন,

“আমরা এখনো তাকে (ম্যাকেঞ্জি) আনার জন্য চেষ্টা করছি। কথা বলছি। কিন্তু শ্রীলঙ্কা সফরে নীলের তেমন আগ্রহ দেখছি না। বলা যায়, সিদ্ধান্ত দোদুল্যমান। যদি ম্যাকেঞ্জি একান্তই না আসেন তবে আমরা স্বল্প সময়ের একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিবো। আমরা ইতিমধ্যে সেসব ব্যবস্থা করে নিয়েছি। ব্যাটিং পরামর্শকদের একটি সংক্ষিপ্ত তালিকাও করা হয়েছে। এদের সাথে কথাও হচ্ছে। এর মধ্যে নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলানও আছেন। তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।”

ক্রেগ ম্যাকমিলান দীর্ঘ সময় ধরে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। তার অধীনে ২০১৫ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলছে উইলিয়ামসন বাহিনী। তবে বিশ্বকাপের পরেই তিনি তার দায়িত্ব ছেড়েছেন। জাতীয় দলে কিছুদিন আগেও ছিলো আফ্রিকান কোচদের জয়জয়কার। তবে ম্যাকমিলান যুক্ত হলে পাল্লাটা ভারী হতে পারে কিউইদের।

277 Views

আরও পড়ুন

টঙ্গীতে ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ

টঙ্গীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিরিংগা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বরণ করলেন ইউনিয়ন জামায়াত

শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

বাংলাদেশ-কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার হতে শেখ একেএম জাকারিয়াকে অব্যাহতি

মাদারগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে রমজান ও যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা কারাগার ডান্ডাবেরীর বাণিজ্য চরমে
জেলার আবু মুছার হাতে বন্দি কক্সবাজার জেলা কারাগার, বন্দিদের জীবন দুর্বিষহ!

কবিতা:- ছোবল

রংপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড