ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৬৬ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিয়েছে আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন।
শনিবার( ১২ ই আগস্ট)৪ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত এক প্রোগ্রামে শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করে ফাউন্ডেশনটি।
অনুষ্ঠানে ফাউন্ডেশনটির সিনিয়র স্বেচ্ছাসেবী রাজু আহমেদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ শাহিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবোধ দেবনাথ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্ট্মেন্টের উপদেষ্টা ও মাত্রিক বিল্ডার্স এর সিইও জনাব আমিনুল ইসলাম ইমন এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার মাসির উদ্দিন শেখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পরে একজন শিক্ষার্থীকে আর পেছনে ফিরে তাকাতে হয়না। একজন মানুষের হিউম্যান অ্যাসেট, ফিজিক্যাল অ্যাসেট, ন্যাচারাল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে। এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সোস্যাল এসেট, যেটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরপরই দ্রুত গতিতে বেড়ে যায়।
একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস তাকে বহুদূর নিয়ে যায় মন্তব্য করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রাম। এখান থেকে শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া যেমন সম্ভব। ঠিক তেমনি একজন শিক্ষার্থী এখানে থেকেও ধ্বংস হয়ে যেতে পারে। কেননা, এখানে কলেজ জীবনের মতো মা-বাবা শাসন করে না বা শাসন করার মতো কেউ থাকে না।
বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. সুবোধ দেব নাথ বলেন, একটি চারা গাছকে পূর্ণাঙ্গ গাছে পরিণত করতে শুরুতেই যেমন পরিচর্যা করা হয় ঠিক তেমনি তোমাদেরকে এই ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ আর্থিক সহায়তা করে ভবিষ্যতের জন্য প্রস্তত করছে। সুতরাং, বিশ্ববিদ্যালয় জীবনে কীভাবে ভালো করা যায়, সেটার সর্বোচ্চ চেষ্টা তোমাদের করতে হবে।
অনুভূতি জানিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিভাগের নবীন শিক্ষার্থী রিয়াদুস সালেহীন বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েও এখন পর্যন্ত অর্থাভাবে ভর্তি হতে পারিনি। তবে সেই শঙ্কা দূর করেছে ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করায় আমি ফাউন্ডেশনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ভর্তিতে আর্থিক সহায়তা প্রদানের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. চন্দ্র নাথ স্যার, স্বেচ্ছাসেবীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের নবীন শিক্ষার্থী পূজা দেবনাত বলেন, ভর্তির সময়ে ফাউন্ডেশন এগিয়ে না এলে যারা চান্স পেয়েও ভর্তি হতে পারে না তাদের তালিকায় হয়তো আমার নামটাও থাকতো৷ আমি ফাউন্ডেশনের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।
দরিদ্রতার কাছে হেরে না গিয়ে দরিদ্রতাকে শক্তিতে পরিণত করে সফলতা অর্জন সম্ভব উল্লেখ করে ফাউন্ডেশনের বাংলাদেশ কমিটির ডিরেক্টর আমিনুল ইসলাম ইমন বলেন, দরিদ্রতা সফলতার পথে কোনোভাবেই বাঁধা নয়। এটি একটি শক্তি। এই শক্তি সবার থাকেনা। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন যুক্ত হতে অনুপ্রাণিত করেন৷
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের একজন জানান, “ আমার বড় মেয়েকে টাকার জন্য পড়াতে পারলাম না। আজকে টাকা না পাইলে এই মেয়েকেও ভর্তি করাতে পারতাম না। আমি অনেক চেষ্টা করে কিছু টাকা সংগ্রহ করেছি কিন্তু আরো ১৯ হাজার টাকা দরকার ছিল যা দিল ফাউন্ডেশন। এখন থেকে আমাদের সন্তানদের আর ভয় নেই”
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রসংশা করেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ,অভিভাবক মহল এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরাও। তারা মনে করেন এর ফলে অনগ্রসর, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মেধাকে আরো বিকাশের সুযোগ পাবে এবং উচ্চ শিক্ষায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পদচারণা বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” একটি আমেরিকাভিত্তিক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী বাংলাদেশি সংগঠন। সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থাকা সুবিধাবঞ্চিত, দরিদ্র,অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা দিয়ে থাকে যাতে প্রতিটি শিক্ষার্থী তাদের লালিত স্বপ্নের পূর্ণতা দিতে পারে, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা সহায়তা ও জরুরী ত্রাণ বিতরণের মাধ্যমে সংগঠনটি দেশব্যাপী সুনাম কুড়িয়েছে।