মোঃ আবু সঈদ,সুনামগঞ্জ থেকেঃ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবীতে রাস্তায় নেমে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৮ এপ্রিল) বিকাল ২টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে সুবিপ্রবির সাধারণ শিক্ষার্থীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সুবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবিল এইস এস চৌধুরী, রসায়ন বিভাগের সাইদুর রহমান মাহি,গনিত বিভাগের আব্দুর রহমান নিশাদ সহ প্রমূখ।
শিক্ষার্থীদের দাবী কর্তৃপক্ষ যেন শিক্ষার্থীদের দ্রুত স্থায়ী ক্যাম্পাস চালু করে দেন। তারা আরও বলেন, সুবিপ্রবির কার্যক্রম শান্তিগঞ্জ এলাকায় সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবী জানিয়ে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।