ক্যাম্পাস প্রতিনিধি :
কুয়াশাচ্ছন্ন শীত। থমথমে পরিবেশ। দিন দিন বেড়েই চলছে শীতের তীব্রতা। বাতাসের সাথে যেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস জুড়েও শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কখনো কি ভাবছেন একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীও এই শীত পার করছে একটা মাত্র কাঁথা দিয়ে? হ্যাঁ সত্যিই আমাদের পাশেই অনেক শিক্ষার্থী এই কনকনে শীত পার করছে একটি মাত্র কাঁথা গায়ে দিয়ে।
শীতার্ত এমন শিক্ষার্থীদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সবুজ বন্ধুরা ২০ ও ২১ জানুয়ারি ২০২৪ তারিখে শীতবস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য গ্রীন ভয়েস এর একটি অন্যতম অঙ্গসংগঠন ‘পরশ’। শিক্ষার্থীদের পাশাপাশি এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার অবহেলিত সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে “গ্রীন ভয়েস” এর দুর্যোগে বা প্রয়োজনে সবার আগে সেবাদানকারী উপটিম “পরশ”।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান অন্তর, সাধারণ সম্পাদক আহসান হাবীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ বাঁধন ,সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাঈম তুহিনা,প্রচার সম্পাদক প্রান্ত চন্দ্র পাল,সিরাজুল ইসলাম,সাফিকা হোসাইন লাবণ্য, সাবিনা ইয়াসমীন, শিমু, ইফরিম, কবিরুল, সাকিব,পলাশ সহ গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সবুজ বন্ধুগণ।