ঢাকাশনিবার , ১৬ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

রোভার স্কাউটদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন এমসি কলেজের সাবেক অধ্যক্ষ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছে কলেজের রোভার স্কাউট গ্রুপ।

শনিবার (২১ জুন) সকালে কলেজের কলাভবনের ২০৬ নং কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অধ্যক্ষের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন বর্তমান ও প্রাক্তন রোভার সদস্যরা। প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক (উডব্যাজার) আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন।

এসময় তিনি বলেন, অধ্যক্ষ আবুল আনাম মোঃ রিয়াজ কেবল একজন প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন ছাত্রছাত্রীদের জন্য এক মহান অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর স্নেহ, দিকনির্দেশনা এবং কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর অবদান ভুলার নয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন এবং দুর্নীতি দমন কমিশন সিলেটের পি.পি. অ্যাডভোকেট নাহিদা চৌধুরী।

এসময় আরো বক্তব্য রাখেন বর্তমান RSL (রোভার স্কাউট লিডার) ফৌজিয়া আজিজ, শেখ মো. নজরুল ইসলাম, শাহনাজ বেগম, মো. উস্তার আলী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রোভার অনুশুয়া অতসী এবং রুবেল ফারহিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত নিয়ে আসেন ফরিদ উদ্দিন, গীতা পাঠ করেন লিমা দাস এবং স্বাগত বক্তব্য রাখেন রোভার স্কাউট গ্রুপের ক্রু-কাউন্সিল সভাপতি রুহেল আহমেদ।

এসময় অনুভূতি প্রকাশ করেন রোভার স্কাউট গ্রুপের বর্তমান রোভার রুনু আক্তার, মমিনুল ইসলাম, সুমাইয়া আক্তার।

অনুষ্ঠানে প্রাক্তন রোভার স্কাউট সদস্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- স্বপন চন্দ্র নাথ, মো. এমদাদুল হক সিদ্দিকী, ফারুক আহমেদ খান মনি, ফুজায়েল আহমেদ, এড. মোস্তাকিম আহমেদ কাউছার, সোহেল মিয়া, সাইফুল ইসলাম, মো. জুনেদ আহমেদ, শেফুল মিয়া, মো. সাইফুর রহমান, ওয়াহিদা পারভীন ফারহানা, এড. মনিকা আক্তার, তাহমিদুর রহমান, গোলাম কিবরিয়া, আন্নামা চৌধুরী, আমিনা চৌধুরী, সেলিম মাহমুদ প্রমুখ।

সংবর্ধিত অতিথি প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ এমসি কলেজে তাঁর কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “রোভার স্কাউটরা সর্বদা শৃঙ্খলা ও মানবতার প্রতীক। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তাহলেই ভালো থাকবো আমরা, ভালো থাকবে বাংলাদেশ।” তিনি সকলের প্রতি তাঁর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী অধ্যক্ষকে এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এক আবেগঘন ও আন্তরিক পরিবেশে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

264 Views

আরও পড়ুন

উদ্বোধনের অপেক্ষায় শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা: ড. হামিদ আযাদ

মৌলভীবাজার-৪:
জনগণের কল্যাণে রাজনীতির ময়দানে এডভোকেট আব্দুর রব

লোহাগাড়ায় নোবিপ্রবি উপাচার্য
নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে

ভোলাগঞ্জে সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাংঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ

মাউশি’র উপপরিচালককে শুভেচ্ছা জানালো শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালীর নেতৃবৃন্দ

৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি সভা সম্পন্ন

দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলার ঘটনায় করা মামলায় ২জন গ্রেফতার

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় যুব দিবসে পলাশে র‍্যালি, আলোচনা ও সনদ বিতরণ

গাজীপুরে সাংবাদিক হত্যা : কোন পথে এগুচ্ছে বাংলাদেশ?