হাছান মল্লিক,রাঙ্গামাটি সদর :
সারা বাংলাদেশের ন্যায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসে আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ও ইয়াং বাংলার ব্যবস্থাপনায় আয়োজন করা হল ‘স্টুডেন্ট টু স্টার্ট আপ’ অধ্যায় ২ এর ক্যাম্পাস পিচিং ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পিচিং অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘আমার উদ্ভাবন আমার স্বপ্ন’’। দ্বিতীয় বারের মতো স্টুডেন্ট টু স্টার্ট আপ শীর্ষক জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তাছাড়াও এই আইডিয়া বাজদের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।উল্লেখ্য, সারা বাংলাদেশ থেকে ১০টি স্টার্ট আপ আইডিয়া বাছাই করা হবে এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া শীর্ষ ৩০ এ থাকা অন্য ২০ স্টার্ট আপও আইডিয়া প্রকল্প থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হবে ।