আব্দুর রহিম,রাবি :
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
বিক্ষোভ মিছিলটিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ অংশগ্রহণ করেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন প্রদক্ষিণ করে এসে লাইব্রেরীর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন যে বুয়েট শিক্ষার্থী যে স্ট্যাটাস দিয়েছিল সেখানে কোন দেশ বিরোধী কথা ছিল না, একজন সচেতন শিক্ষিত যুবক হিসাবে সে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেই পারে।
কিন্তু বিশেষ মহল এটিকে মেনে নিতে পারেনি সেজন্য অকালে প্রাণ হারাতে হলো বুয়েট এর মেধাবী শিক্ষার্থী আবরারের।
আমরা আবরার হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বুয়েট থেকে বহিষ্কার এবং দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
এছাড়াও শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে যে দুর্নীতি প্রকাশ পেয়েছে সেখানে প্রো-ভিসি সহ যারা জড়িত তাদের অপসারণ করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান।
সমাবেশ শেষে সেখান সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি করা হয়
★ আবরার হত্যার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে
★ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে অপসারণ এবং বিচারের আওতায় আনতে হবে।
★ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ এবং সকলে পূর্ণ নিরাপত্তা সাথে যেন চলতে পারে সে বিষয় নিশ্চিত করতে হবে।
পরবর্তি কর্মসূচি হিসাবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি।
এবং দুপুর ১২ টায় লাল কার্ড প্রদর্শনের ঘোষণা করে সংক্ষিপ্ত সমাবেশ এবং বিক্ষোভ মিছিলটি শেষ হয়।