ঢাকাশুক্রবার , ১৫ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ

রাবিতে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন শুরু

প্রতিবেদক
নিউজ এডিটর
৩১ মার্চ ২০২২, ১২:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির বার্ষিক সম্মেলন-২০২১ রাবিতে শুরু হয়েছে। বুধবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি লোকমান হোসেন মিয়া বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতি বাংলাদেশে সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উদ্ভিদবিজ্ঞানের গবেষণা ও উন্নয়নের সাথে জড়িয়ে আছে দেশের খাদ্য নিরাপত্তাসহ সার্বিক উন্নয়ন। বৈশ্বিক জলবায়ুগত পরিবর্তনের কারনে আমাদের পরিবেশ ও প্রতিবেশগত অনাকাঙ্খিত পরিবর্তন ঘটেছে। উদ্ভিদবিজ্ঞানীগণ তাদের গবেষণার মাধ্যমে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তাদের গবেষণার ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামীতেও এই ধারা অক্ষুন্ন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে এই সম্মেলন তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী। টেকসই উন্নয়নের জন্য উদ্ভিদবিজ্ঞানে গবেষণা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন, কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ ও খাদ্য নিরাপত্তা বিধানে উদ্ভিদবিজ্ঞানীদের মৌলিক গবেষণার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কৃতবিদ্য শিক্ষক মাঠ পর্যায়ে টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করেছেন এবং তার কারনেই স্টেবেরি চাষে অভূতপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলি থেকে আগামী দিনের জন্য উদ্ভিদবিজ্ঞান গবেষণার এক পথরেখা পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

ইনোভেটিভ রিসার্স ইন প্ল্যান্ট সায়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনে একটি প্লিনারি সেশন, একটি বিশেষ সেশনসহ চারটি টেকনিক্যাল সেশনে শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে। এছাড়াও সম্মেলনে একটি পোস্টার সেশনও রয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় দুইশত উদ্ভিদবিজ্ঞানী, শিক্ষক ও গবেষক অংশ নিচ্ছেন।##

1,096 Views

আরও পড়ুন

ভোলাগঞ্জে সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাংঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ

মাউশি’র উপপরিচালককে শুভেচ্ছা জানালো শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালীর নেতৃবৃন্দ

৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি সভা সম্পন্ন

দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলার ঘটনায় করা মামলায় ২জন গ্রেফতার

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় যুব দিবসে পলাশে র‍্যালি, আলোচনা ও সনদ বিতরণ

গাজীপুরে সাংবাদিক হত্যা : কোন পথে এগুচ্ছে বাংলাদেশ?

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা শুরু !! 

গর্জনিয়ায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু।

বর্ণিল আয়োজনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন সম্পন্ন

গাইবান্ধায় না না কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত