ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বুটেক্সের সরকারি বাসায় এখনও চলছে ভাড়ার ব্যবসা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

Link Copied!

—তাওহিদুল ইসলাম শিশির , বুটেক্স প্রতিনিধি :

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সরকারি বাসা কর্মকর্তা-কর্মচারী ভাড়া দেওয়ার অভিযোগ অনেক আগে থেকেই। অভিযোগের প্রেক্ষিতে সাত মাস আগে বহিরাগতদের ভাড়া দেওয়া বন্ধ করতে মৌখিক নির্দেশনা দেওয়া হলেও কার্যকর-কঠোর পদক্ষেপ দেখা যায় নি। এতে বেশিরভাগ বহিরাগত এখনও বাসায় অবস্থান করছেন বাসাগুলোতে।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা-১ এ বরাদ্দকৃত সরকারি বাসা বহিরাগতদের ভাড়া দেওয়ার বিষয়টি চলতি বছরের ১১ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রতিবেদনে পূর্ণ বাসা ভাড়া দেন এমন কর্মকর্তা-কর্মচারী ৭ জনের নাম সামনে আসে। পাশাপাশি উল্লেখ করা হয় সাবলেট বা আংশিক বাসা ভাড়া দিয়েছেন এমন সংখ্যা ৩১ জন। ভাড়া দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বাসাভেদে রুম প্রতি ৮-১২ হাজার টাকা এবং তিন রুমের পূর্ণ বাসা ২২-২৪ হাজার টাকায় ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এমনকি অগ্রিম লক্ষাধিক টাকা নেওয়ারও অভিযোগ তাদের নামে।

প্রশাসনের বরাবর অভিযোগ ও প্রতিবেদনের প্রেক্ষিতে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা তদন্ত রিপোর্ট জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিশ্বস্ত সূত্র হতে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান কর্মকর্তাদের সঙ্গে এক সভায় গত জুলাই-আগস্ট মাসের মধ্যে ভাড়া বাসা খালি করার নির্দেশ দেন। তার পরবর্তীতে কেউ খালি না করলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

এতে পূর্ণ বাসা ভাড়া দেওয়া ছাড়ে ৪ জন। ২ জন স্বপরিবারে বসবাস শুরু করেছেন। পাশাপাশি আদেশ না মানায় ২ জনের বাসা বরাদ্দ বাতিল করা হয়েছে, কিন্তু তাতে এখনও বহিরাগত ভাড়াটিয়া অবস্থান করছে। এক রুম যেসব বাসা বহিরাগতদের ভাড়া দেওয়া হয়েছে তাতে কোনো পরিবর্তন আসে নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় সকল বহিরাগত ভাড়াটিয়াদের বাহির করা সম্ভব হয় নি এমন প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ড. উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমরা সময় নিয়ে তদন্ত করেছি এবং তদন্ত রিপোর্ট দাখিল করেছি। প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার বক্তব্য নেওয়া হলে তিনি আমাদের বলেন, আমরা ধারাবাহিকভাবে ব্যবস্থা নিবো। বহিরাগত কাউকে রাখবো না। কবে পুরোপুরি বহিরাগতদের বাহির করা হবে সে সময় আমি বেঁধে দিতে পারছি না।

আরও পড়ুন

সাগর পথে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের চেষ্টা,চার মানবপাচারকারী আটক:উদ্ধার-০৮

গৌরবের ৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

জুলাই-এর শিশু শহীদ জাবির ইব্রাহিম

বুটেক্সে আর্থিক খাতে অনিয়মের শঙ্কা, প্রশ্নবিদ্ধ তথ্য অধিকার আইনও

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত