আহমেদ হানিফ ,চবি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার(১০ ডিসেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর বরাতে বিষয়টি জানতে পারি।
রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেছেন এবারের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার পরিকল্পনা করেছি।তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পরবর্তী মিটিং এর মাধ্যমে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উনি আরো বলেছেন,এবার হয়তো সব বিভাগে পরীক্ষা নিতে পারবো না,তবে কোন কোন বিভাগে পরীক্ষা নেওয়া হবে তা এখনো নিশ্চিত করে বলেননি।