বিজিসিটিইউবি প্রতিনিধি :
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ( বিজিসিটিইউবি) এর আইন বিভাগের কনসিলিয়াম ফর স্কিল ডেবলাপমেন্ট ( সিএসডি) ক্লাবের উদ্যোগে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত অন্ত বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সমাপ্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।
এতে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এ.বি.এম আবু নোমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাংলাদেশ এর ডিবেটিং সোসাইটির সভাপতি ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ, সহ-সভাপতি প্রভাষক নওরীন আফরীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি হিমাদ্রী শেখর নাথ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন সুজন।
এতে আইন বিভাগের প্রভাষক সিদরাতুল মুনতাহা টিনার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিতর্ক যুক্তি শেখায়, যুক্তি উপস্থাপনের কলাকৌশল শেখায়। বিতর্কে অংশ গ্রহণ করলে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পায়। বিতর্কের মাধ্যমে নিজেকে উপস্থাপন করার কৌশল রপ্ত হয় । আশা করি শিক্ষার্থীরা বিতর্কের মত যেকোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। অংশ গ্রহণ করাটাই আসল বিষয়। যতটা নিজেকে প্রকাশ করা যায় ততটাই ভাল।
সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় আইন বিভাগের বিভিন্ন সেমিষ্টারের ১২টি দল অংশগ্রহন করে। চূড়ান্ত পর্বে ১২তম ট্রাইমিস্টার চ্যাম্পিয়ন ও ২য় সেমিষ্টার রানার্সআপ হয়। প্রতিযোগিতায় ৪র্থ সেমিষ্টারের ছাত্র আবদুল্লাহ আল কাফি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন জমির, জুয়েল ও মহিম এবং রানার্স আপ দলের সদস্য হলেন-জিওয়ান,সানজিদা ও হারুন।