ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা

প্রতিবেদক
নিউজ ভিশন
১৬ ডিসেম্বর ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

‘মহান বিজয় দিবস’ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) নেতৃবৃন্দ ও সদস্যরা।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদদের স্মরণে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের প্রতিনিধি রিদুয়ান ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা ওয়েবের জবি প্রতিনিধি লিমন ইসলাম, দৈনিক জনবাণী’র জবি সংবাদদাতা মিজান উদ্দিন মাসুদ, এবি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রুমান আকন্দ ও ক্যাম্পাস বাংলার প্রতিনিধি জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও জবি প্রেসক্লাবের সদস্য হৃদয় হাসান মুন্না, রায়হান সরকার, সাইফুল ইসলাম রিয়ন সহ আ‌রও অ‌নেকে উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, পৃথিবীর মানচিত্রে এই দিনে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছিলো। আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব শহীদদের প্রতি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়ে আনতে শহীদ হয়েছেন।

সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ বলেন, প্রায় নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে আজকের এই দিনে বাংলার ভাগ্যাকাশে এক নতুন সূর্যোদয় দেখা দেয়। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের সকল প্রান্ত। বাঙালির এই ত্যাগ কখনোই ভুলবার নয়।

এর আগে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, বিভিন্ন সংগঠনের পক্ষ হতে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট ও দপ্তর পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পর দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

আরও পড়ুন

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়