ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বিএম কলেজের জলাবদ্ধতা নিরসনের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন

প্রতিবেদক
তানজীল ইসলাম শুভ
৯ আগস্ট ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ

Link Copied!

বিএম কলেজ প্রতিনিধি:

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জলাবদ্ধতা নিরসনে বুধবার মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিএম কলেজ শাখা।

বুধবার ( ৯ আগস্ট ) সকাল ১১ টায় জীবনানন্দ দাশ মুক্ত মঞ্চের সামনে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা অনতিবিলম্বে জনদুর্ভোগ নিরসন করতে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন, বিএম কলেজে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্তমানে জলাবদ্ধতার সমস্যা একটি অসহনীয় রূপলাভ করেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার ফলে জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ছাত্র-শিক্ষক-কর্মচারিসহ সকল মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। কলেজের এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। বক্তারা আরও বলেন, গত ২ দিন পূর্বে বৃষ্টি হয়েছে তার প্রকোপ ২ দিন পরে এসেও হাঁটু সমান পানি পার হওয়ার মধ্য দিয়ে পরিলক্ষিত হয়।

এতে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত-ছড়াচ্ছে ভয়ংকর ডেঙ্গু। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা কর্মীরা বলেন, বর্তমানে বহির্বিশ্বে যখন অণু-পরমাণু-মহাকাশ নিয়ে গবেষণা করছে, সেখানে বাংলাদেশে শুধুমাত্র মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে। ডেংগু রোগের এই মহামারি বিস্তারের জন্য জলাবদ্ধতা অন্যতম কারণ। অথচ বর্তমানে এমন ডেঙ্গু পরিস্থিতিতেও বিএম কলেজ কর্তৃপক্ষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ উদাসীন।

আরও পড়ুন

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা

সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ

নব-নির্বাচিত (আইডিইবি) গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা