ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বাঁচতে চান বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী সুমাইয়া

প্রতিবেদক
admin
১৩ মে ২০২৩, ৯:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

ব্রজমোহন কলেজের (বিএম) সমাজবিজ্ঞান বিভাগ (সেশন ২০১৫-১৬) থেকে মাস্টার্স শেষ করা মেধাবী ছাত্রী সুমাইয়া সুলতানার ক্যান্সার শনাক্ত হয়েছে। তিনি প্যাপিলারি কার্সিনোমা নামক জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, সুমাইয়া বর্তমানে ক্যান্সারের দ্বিতীয় স্টেজে রয়েছেন। তার এ চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।

শের-ই-বাংলা নগরীর দি ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল এন্ড ইনস্টিটিউটের ডাক্তার মো. আসাদুজ্জামান রাসেল জানিয়েছেন, রোগীর শরীরের অনেক অংশে ক্যান্সারের জীবানু পাওয়া গেছে। অবস্থা আশঙ্কাজনক যত দ্রুত সম্ভব তাকে থেরাপি দিতে হবে। বর্তমানে সেকেন্ড স্টেজে আছে।

তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছেন, সুমাইয়া সুলতানার যথাযথ চিকিৎসার জন্য ভারতের মুম্বাই শহরের ‘মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে নিতে হবে। এতে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হতে পারে।

সুমাইয়া সুলতানার বাবা শামসুল হক খান একজন কৃষক। তার স্বামী রিয়াদুল ইসলাম রেনেটা লিমিটেড কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করেন। তাদের পক্ষে সুমাইয়ার এমন ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ছে। সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: কলেজ অধ্যক্ষের বাসায় আম পাড়তে গিয়ে কর্মচারীর মৃত্যু

স্বামী রিয়াদুল ইসলাম ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার স্ত্রীর প্রায় এক বছর আগে থেকেই এ রোগের লক্ষণ দেখা গেছে। পরে গত ২৫ মার্চ থেকে এই রোগের ট্রিটমেন্ট করিয়ে আসছি। তার গলার ভেতরে ঘা হওয়ায় কিছু দিন আগে একবার অপারেশন করিয়েছি। এই চিকিৎসা করাতে করাতে আমাদের আর্থিক অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে।

এদিকে, বর্তমানে ভারতে যাওয়ার জন্য সুমাইয়া সুলতানার পাসপোর্ট ও ভিসার কাজ চলছে। পাসপোর্ট- ভিসা পেয়ে গেলে সুমাইয়া সুলতানাকে ভারতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। তার সঙ্গে যোগাযোগ করতে ও তাকে সহায়তা করতে এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মো. রিয়াদুল ইসলাম (স্বামী) 01712-318736 (বিকাশ)।

সুমাইয়া সুলতানা জানান, আমারদের একটি সন্তান রয়েছে। আমি বাঁচতে চাই, আমার দেড় বছরের সন্তানের জন্য হলেও আমি বাঁচতে চাই। আমার চিকিৎসার জন্য কিছু অর্থ সহায়তা প্রয়োজন।

আরও পড়ুন

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা

সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ

নব-নির্বাচিত (আইডিইবি) গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা