ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

ববিতে শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ ডিসেম্বর ২০২২, ৫:০৮ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

রাত পোহালেই আগামীকাল ১৩ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে । এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরিফ-রিফাত এবং জাফর-বাতেন ২টি প্যানেল। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আরিফ-রিফাত প্যানেল ১৫টি পদেরই নির্বাচনে অংশগ্রহণ করবেন।অপরদিকে, জাফর-বাতেন প্যানেল ১০টি পদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

“শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে আরিফ – রিফাত প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সোহেল রানা নির্বাচন করবেন।

এই প্যানেলের সদস্য পদপ্রার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ উদ্দীন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক সুজন চন্দ্র পাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা ডালিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম,দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসিব ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সুরঞ্জিত কুমার মন্ডল।

অপরদিকে “সাম্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা আপোষহীন” এই শ্লোগানকে ধারণ করে জাফর-বাতেন প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান, কোষাধ্যক্ষ পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: সিরাজিস সাদিক।

এছাড়াও সদস্য পদপ্রার্থী হিসাবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মতিউর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমি ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার।

প্রধান নির্বাচন কমিশনার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ ছিলো ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে ৬ ডিসেম্বর। তিনি আরও জানান,ভোটগ্রহণ আগামীকাল ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমরা সুষ্ঠ নির্বাচনের জন্য সবকিছুর প্রস্তুতি নিয়েছি সবকিছু ঠিক থাকলে নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে।

193 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি