নোবিপ্রবি প্রতিনিধি
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজদকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। বুধবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করে শিক্ষক সমিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিনসহ নেতৃবৃন্দ জাফর ওয়াজেদকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
নোবিপ্রবি শিক্ষক সমিতির কার্যকরী সদস্য সাহানা রহমান ও সালাউদ্দিন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. আনিসুজ্জামান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা এবং তৎকালীন রাজনীতি নিয়ে বিশদ আলোচনা করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।
কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ পিআইবি’র মহাপরিচালক হিসেবে ২০১৯ সালের ২১ এপ্রিল যোগদান করেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি এ বছর একুশে পদক পান। জাফর ওয়াজেদ এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য সম্পাদক ছিলেন।