রাবি প্রতিনিধি :
গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় পলিথিন বর্জনের অঙ্গীকারে গাছ উপহার বিতরণ কার্যক্রম করেন।
জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে এবং “পলিথিন বর্জনের অঙ্গীকারে গাছ উপহার” শিরোনামে আজ ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি করেন।
সরেজমিনে দেখা যায়, আজ সকাল ১০ ঘটিকা থেকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ বন্ধুরা “পলিথিন বর্জনে
অঙ্গীকার” শিরোনামে ও পরিবেশ জনসচেতনতা সৃষ্টির জন্য বিনামূল্যে গাছ উপহার বিতরণ কর্মসূচি করছেন। পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের ফলজ, উদ্ভিজ্জ এবং ঔষধি গাছ পেয়ারা, কাঁঠাল, নিম, কম্বু, জাম, ডালিম, অর্জুন, সফেদা প্রভৃতি শতাধিক গাছ বিতরণ করেন।
গাছ প্রেমী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ রিক্সা চালক, চা দোকানদার, গৃহিণী ও পথচারী সাধারণ জনগণের মাঝে এসব গাছ বিতরণ করেন।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আহসান হাবিব। এছাড়াও মাইনুল, সিরাজুল, জয়ন্ত সহ একাধিক সবুজ বন্ধুরা উপস্থিত ছিলেন।