তামজিদুর রহমান, নোবিপ্রবি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলের নতুন প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন ড. আনিসুজ্জামান রিমন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার এই নিয়োগ বিবেচিত হবে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এ নিয়োগের ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।
ড. রিমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং এমএসসি ডিগ্রি নেন। পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়ার জিয়নস্যাং ন্যশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ডিগ্রি লাভ করেন। এছাড়া, দেশের বাহিরে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে অংশ নেন তিনি