ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগে বাস আটক করল ইডেন কলেজ শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

মোসা:তানজিলা,কন্ট্রিবিউটর রিপোর্টার,
ইডেন মহিলা কলেজ :

এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে বৃহস্পতিবার(২৪ জুলাই) বেলা ১ টার দিকে মৌমিতা বাস আটকে রাখল ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

গত(২৩ জুলাই) নারায়ণগঞ্জ -চাষাড়া থেকে ছাড়া মৌমিতার একটি বাসে আসেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আতিকা ও তার বান্ধবী। তারা বাসে কলেজ আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাইলে তা নিতে চাননি বাসের হেল্পার।

ভুক্তভুগী ইডেন কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আতিকা উলফাত বলেন,নারায়ণগঞ্জ থেকে ইডেন কলেজ হাফ ভাড়া ২৫ টাকা। আমরা ২৫ টাকা ভাড়া দেয়ার পরে হেল্পার মামা বলেন ৩০ টাকা দিতে হবে। আমরা তা দিতে না চাইলে নানা ধরনের কথা শুনান আমাদের। বিষয়টা এমন পর্যায়ে গেছে তাদের বাজে মন্তব্যে হাসছিলো সবাই। আমি প্রায় কান্না করতে করতে আসছি।

তার সাথে থাকা ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম(২০২২-২০২৩) জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে গায়ে হাত তুলবে এমন পরিস্থিতি করে ফেলছে প্রায়। পরে আমরা কলেজের সামনে নামতে চাইলে ইচ্ছে করে ১ কিলোমিটার সামনে নামিয়ে দেয় তাও গাড়ি ঠিকমতো না থামিয়ে যেন ফেলে দিতে চাচ্ছিলো। এ ঘটনায় আমরা শারিরীক ও মানসিকভাবে বিপর্যস্ত। ”

তাদের এই ঘটনাকে কেন্দ্র করে ইডেন কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিলে ইডেন মহিলা কলেজের সামনে থেকে মৌমিতা বাস জব্দ করে।প্রায় ৮-৯ টা বাস আটক করে তারা।বাসগুলোর চাবি নিয়ে রাখা হয় ইডেন মহিলা কলেজের মাঠে ।

শিক্ষার্থীদের বরাতে জানা যায় এ ধরনের ঘটনা অহরহই ঘটছে। তারা প্রতিনিয়ত মৌমিতা, ঠিকানা,বিকাশ,ভিআইপিসহ প্রায় সকল বাসগুলোয় তাদের সাথে অশোভন আচরণ, ভাড়া নিয়ে বাকবিতন্ডা,গায়ে হাত তোলা ও স্টুডেন্ট দেখলে নিতে না চাওয়াসহ নানা অসঙ্গতিপূর্ণ ব্যবহার হয়ে থাকে।

ঘটনা ঘটার পরপরই মৌমিতা বাস মালিক কর্তৃপক্ষ ও লালবাগ থানার ওসি আসেন।
তাদের সাথে ইডেন কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের একটি বৈঠক হয়।বৈঠকে নারী শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করা যাবে না, হাফ ভাড়া নিশ্চিত করতে হবে ,যাত্রীদের উঠানামার সময় সম্পূর্ণ থামিয়ে নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে ,শিক্ষার্থীদের বাসে বাধ্যতামূলক নিতে হবে,সংরক্ষিত মহিলা সিট নারীদের জন্য নিশ্চিত করতে হবে,সাপ্তাহিক ছুটির দিনেও হাফ ভাড়া নিতে হবে, ভুক্তভোগী নারী শিক্ষার্থীর কাছে ঐ বাসের হেল্পার ও ড্রাইভার এর ক্ষমা চাইতে হবে এবং ইডেন কলেজ গেটের সামনে দিয়ে কোনো গাড়ি ইউটার্ন নিতে পারবে না এমন ৮ দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা এবং এই দাবি মেনে নেন বাস কর্তৃপক্ষ।

বাস মালিক কর্তৃপক্ষ জানান,আমরা দুঃখ প্রকাশ করছি এবং অবশ্যই এর যথাযথ ব্যবস্থা নেব। পরবর্তীতে এরূপ না হয় তার দিকেও নজর রাখব।
লালবাগ থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তফা জানান,এই ধরনের ঘটনা হলে আমাদের জানাবেন,আমরা এর বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিব।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে ইডেন মহিলা কলেজ শিক্ষকগণও তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

ইডেন কলেজ সকল শিক্ষার্থীদের চাওয়া , বাসে নারী শিক্ষার্থীদের হেনস্তার বিষয়টার নিরসন হোক এবং আর কোনো নারী শিক্ষার্থী বা নারীদের যেন কটুক্তির স্বীকার হতে না হয় তাই এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে দেখার কথাও বলেন তারা।

আরও পড়ুন

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট