ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরীক্ষার ২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার  (১০ ডিসেম্বর ২০২৩) রাজধানীর এক মিলনায়তনে ফল ঘোষণা করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র পরিচালক তৌহিদুল হক মিসবাহ।

এর আগে দ্যা স্কলারস ফোরাম ঢাকা ২০২৩ বৃত্তি পরীক্ষার ফলাফল তৌহিদুল হক মিসবাহের হাতে তুলে দেন ফোরামের নির্বাহী পরিচালক মো.জাফর হোসেন রিমন ।

এবারের পরীক্ষায় রাজধানীর ১৫৬ টি  স্কুল ও মাদ্রাসার মোট ৩৮২৩ জন শিক্ষার্থী বৃত্তি ফরম পূরণ করে। পরীক্ষায় অংশ নেয় ৩৬১২ জন শিক্ষার্থী। ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে সর্বমোট ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

ফল ঘোষণা অনুষ্ঠানে পরিচালক তৌহিদুল হক মিসবাহ বলেন, গত ২০ অক্টোবর পরীক্ষা নিয়ে আমরা দুইমাসের মাঝেই ফল প্রকাশ করতে পেরেছি। এতে আমরা খুবই আনন্দিত। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন ও ফল প্রকাশ দ্রুত হওয়ায় তিনি  শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ১৯৯৫ সালে দ্যা স্কলারস ফোরাম ঢাকা প্রতিষ্ঠা লাভ করে।  প্রতিষ্ঠার পর থেকে মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটানোর জন্যই এই ফোরামের আবির্ভাব। রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষা গত ২৭ বছর ধরে অংশ নিচ্ছে। দেশে শিক্ষিত লোকের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের খুব অভাব। স্কলারস ফোরাম সেই সুশীক্ষিত মানুষ গড়ার কাজ করছে।

সহকারী সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য; আরিফুল হাসান মামুন ; মুজাহিদুল ইসলামসহ প্রমুখ।

উল্লেখ্য দ্যা স্কলারস ফোরাম ঢাকা বৃত্তি প্রদান ছাড়াও শিক্ষার্থীদের মাঝে নানান কাজ করে থাকে।এককালীন বৃত্তি প্রদান,শিক্ষা সহায়তা; শিক্ষা উপকরণ বিতরণ;গরিব মেধাবী ছাত্র সহায়তা, ব্লাড গ্রুপিং, ফ্রি চিকিৎসা প্রদান, উচ্চ শিক্ষায় আগ্রহী করার জন্য ক্যারিয়ার গাইড লাইন-এর মধ্যে অন্যতম।

ফলাফল প্রাপ্তিঃ- বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মেসেজের মাধ্যমে জানানো হবে,, এছাড়া আগামীকাল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ও দৈনিক পত্রিকায় রেজাল্ট পাওয়া যাবে।

258 Views

আরও পড়ুন

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ