ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদ্যোপান্ত ।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

সাইফুল ইসলাম সুজন :ঢাবি ।

“এখানে স্বপ্নের হাতছানি, এখানেই স্বপ্নের বুনন,এখানেই বেড়ে উঠা,এখানেই আকাশছোঁয়া স্বপ্নের বাস্তবায়ন” বলছিলাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে।

যদি জুলিয়াস সিজারের ভাষায় বলি,বলতে হয়
“আসো, দেখো, জয় করো।

আর যদি নজরুলের ভাষায় বলি,”দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার”।

তুমি প্রস্তুত তো সেই পথ পাড়ি দিতে? প্রস্তুত তো নিজেকে প্রমাণ করতে?

আগামী ২৯ এপ্রিল,২০২৩ এ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্বশ্রণির ভর্তি কার্যক্রম। ৬ মে,কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি লকার্যক্রম। এবার পূর্বের মতো ডি ইউনিট নেই। তবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সকল ইউনিটের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে।

এবারও পূর্ণমান ১০০ তেই হবে পরীক্ষা। কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট,বিজ্ঞান ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিটের ১০০ মার্কের পরীক্ষায় ৬০ এমসিকিউ ও ৪০ লিখিত অংশ থাকবে।এমসিকিউ ৬০ মার্কের জন্য প্রতিটি শিক্ষার্থী সময় পাবে ৪৫ মিনিট এবং লিখিত ৪০ মার্কের জন্য ৪৫ মিনিট সময় বিদ্যমান।চারুকলার ১০০ নম্বরেের মধ্যে সাধারণ জ্ঞান ৪০ মার্কের জন্য সময় বরাদ্দ ৩০ মিমিট + অঙ্কনের জন্য ৬০ মার্কের জন্য ৬০ মিনিট সময় পাওয়া যাবে। আসন্ন দিনগুলোতে সকাল ১১ টায় পরীক্ষা শুরু।

আসন সংখ্যা কমানোয় এবাররের ভর্তি পরীক্ষাটি আরও বেশি প্রতিযোগিতামূলক হবে বলে ধারনা করা হচ্ছে। হে অনাগত নবীন, তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসের কার্জন হলের প্রতিটি লাল ইটে তোমার অতীত ঐতিহ্যকে স্মরণ করতে পারবে।,তুমি কলাভবনের বটতলায় বসে স্বাধীনতার স্বাদ নিতে পারবে।তুমি মল চত্বরে নুয়ে থাকা সবুজ ঘাসের বিছানায় শুয়ে থেকে দূর আকাশের এই দূরন্ত শঙ্খচিলের মতো নিজেকে ছাড়িয়ে যাবার স্বপ্নের পেছনে ছুটবে।সাধ্য কার? কে রুখবে তোমায়? শুধু একবার জেগে উঠো।দেখবে তুমিই বিশ্বজয়ী।

407 Views

আরও পড়ুন

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে মৃত্যু-১ আহত-৪

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩