ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

জিইউবি পাবলিক হেলথ ক্লাবের নবগঠিত কমিটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

গত ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দুপুর ২:৩০ ঘটিকায় জিইউবি মিলনায়তনে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ পাবলিক হেলথ ক্লাব এর নবগঠিত কমিটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য, অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। এছাড়াও ক্লাবের উপদেষ্টা এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন এবং জনস্বাস্থ্য বিভাগের প্রধান ড. মো. মনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠ করা হয়। পরবর্তীতে পাবলিক হেলথ ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মাহমুদ হাসান ক্লাবের ভিশন, মিশন, কর্মপরিকল্পনা, এবং ভবিষ্যত লক্ষ্য উপস্থাপন করেন।
এরপর, ক্লাবের সাধারণ-সম্পাদক মো. মামুন, যুগ্ম-সম্পাদক মুক্তার হোসেন এবং সাংগঠনিক-সম্পাদক ফয়সাল বিন জাহাঙ্গীর তাদের পরিকল্পনা, কার্যক্রম, জনস্বাস্থ্য উদ্যোগ, গবেষণা, নেটওয়ার্কিং এবং সহযোগিতা সম্পর্কে বক্তব্য রাখেন। পরবর্তীতে, উম্মে সালমা (সাধারণ সদস্য) তার দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

মাননীয় উপাচার্য মহোদয় পাবলিক হেলথ ক্লাবের নির্বাহী কমিটি-২০২৫-এর প্রতিটি সদস্যকে স্বাগত জানান। তার বক্তব্যে, তিনি শিক্ষার্থীদের একাডেমিক এবং পেশাদার উন্নয়নের জন্য নৈতিকতা এবং নীতিশাস্ত্রের গুরুত্বের উপর জোর দেন এবং সমাজে ক্লাবের কার্যকরী ভূমিকা পালনে নেতৃত্ব সমৃদ্ধ করার জন্য এর দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য প্রণয়নের বিষয়ে কমিটিকে নির্দেশনা প্রদান করেন।
নতুন কমিটি স্থানীয় এবং আন্তর্জাতিক এনজিও এবং বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং একাডেমিক উৎকর্ষতা নিয়ে কাজ করার শপথ গ্রহণ করেন।

ডিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ এবং পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান, ড. মো. মনোয়ারুল হক তার সমাপনী বক্তব্য রাখেন, ক্লাবের প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রোগ্রামের আহ্বায়ককে বিশেষ ধন্যবাদ জানান।

আসমাউল হুসনা নিশি, ওমেন ও জেন্ডার বিষয়ক সম্পাদক, এর উপস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু হাসনাত আবদুল্লাহ (প্রভাষক), নাহিদা আক্তার (প্রভাষক) এবং রওশন আরা আফরিন (প্রভাষক) ছিলেন।
সবশেষে, কেক কাটা এবং গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

নিউজ ভিশন/ আ হা আ

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস