ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ছাত্রদল নেতা মাহমুদুল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহীদ সাজিদ ভবনের নিচ তলায় ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ছাত্রদল জবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসানের ওপর আরোপিত ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

শিক্ষার্থীদের আবেদন, অভিযোগকারী শিক্ষকদের ইতিবাচক সুপারিশ এবং তদন্ত কমিটির প্রস্তাবের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২৫ তারিখে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এটি ক্যাম্পাসে সৌহার্দ্য ও সমঝোতা পুনঃস্থাপনের প্রতীক।

উল্লেখ্য, গত ১০ জুলাই ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলাম পরিস্থিতি সামাল দিতে গিয়ে অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হন। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) তিন নেতা—ফারুক, ফয়সাল মুরাদ ও ফেরদৌস শেখ—ঘটনায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাহমুদুলসহ পাঁচজনের ওপর শাস্তি আরোপ করে।

ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান বলেন, “মাহমুদুল একজন প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী ও ছাত্রনেতা। ঘটনাটি একটি ভুল বোঝাবুঝির ফল। তিনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের আবেদন ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা শাস্তি প্রত্যাহারের সুপারিশ করেছি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে মাহমুদুল ক্যাম্পাসে গঠনমূলক ভূমিকা পালন করবেন।”

প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন,
“তদন্ত কমিটির প্রতিবেদন এবং শিক্ষকদের সুপারিশ অনুযায়ী শাস্তি প্রত্যাহার করা হয়েছে। এটি ক্যাম্পাসে শান্তি ও সৌহার্দ্য ফিরিয়ে আনার একটি উদ্যোগ।

এ বিষয়ে মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি কেবল একটি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল। আমাদের উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে ছাত্রলীগের অপতৎপরতা রোধ করা, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি শিক্ষকদের প্রতি কোনো অশ্রদ্ধা করিনি। শিক্ষকদের সুপারিশ ও প্রশাসনের সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে ক্যাম্পাসের শান্তি ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমি ইতিবাচক ভূমিকা রাখব।”

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত