আব্দুল্লাহ আল নাঈম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও ক্যাম্পাসের বাহিরে অবস্থিত হোস্টেল সংসদ নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের যৌথ প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন কমিশন কার্যালয় সংলগ্ন কলা ঝুপড়ি ও জারুল তলার মাঝের সড়কে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষনা দেন দুইদলের নেতাকর্মীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচন করবেন তামজিদ উদ্দিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করবেন আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমী। যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করবেন রোমান রহমানসহ ২৪ জনের একদল শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে ইঙ্গিত করে প্যানেল থেকে চাকসুতে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাকিব মাহমুদ রুমী বলেন, দখলদারিত্বের সংস্কৃতি এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তারা শঙ্কিত। ১২ তারিখের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না এমন আশংকাও প্রকাশ করছেন তিনি।
তিনি আরো যোগ করেন, এ বছর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ধারাবাহিকতা চালু হয়েছে, এটি প্রতি বছর চালু থাকুক। তার প্রত্যাশা, ১২ অক্টোবরের চাকসু নির্বাচনের পরে ছাত্র সংসদ নির্বাচনের তারিখটি স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের দিনপঞ্জিকায় যুক্ত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।