ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

চবিতে ইয়াবাসহ তিনজন আটক, ২ জন ক্যাম্পাস সংলগ্ন দোকানের কর্মচারী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

চবি প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইয়াবা ও মাদকের সরঞ্জামসহ ৩ বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সদস্য ও স্থানীয় হাটহাজারী থানার পুলিশ সদস্যরা।

গত শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞান এরিয়ায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টার দিকে আটক করা হয় তাঁদের।

অভিযানে আটককৃতরা হলেন মো. ইব্রাহিম (১৮), মো. শরীফ (২৫) এবং সম্রাট সরকার (২০)। তারা নিজেদের স্থানীয় বলে দাবি করেন, এতে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা, ফয়েল পেপার, সিরিঞ্জসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে আসা হয়।

জানা গেছে, আটক তিনজনের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন দোকানের কর্মচারী এবং অন্যজন রাজমিস্ত্রির কাজ করেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনাস্থলে এসে একজনকে থানা হেফাজতে নিয়ে যান এবং বাকি দুইজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রেখে হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহিদ সোহরাওয়ার্দী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় প্রতিনিয়ত ২-৩টি টহল টিম পরিচালনা করি। আমাদের প্রক্টরিয়াল বডি এর আগে আরেকটি অভিযান পরিচালনা করেছিল। এরপর আমি ব্যক্তিগতভাবে টহলটি পরিচালনা করার সময় রাত পৌনে ১২টার দিকে জীববিজ্ঞান অনুষদের পাশে একটি মোটরসাইকেলে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখি এবং সেসময়ই তাদের তল্লাশি করি।

তিনি আরো বলেন, তল্লাশি করে ২ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের নিরাপত্তা দপ্তরে নিয়ে আসা হয়েছে, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

11 Views

আরও পড়ুন

ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম মহানগর জাসাস পাঁচলাইশের উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তরুণ উদ্যোমী ও মেধাবী নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ উপহার দিবে : -মাওঃ মুহাম্মদ শাহজাহান

ডেলটা মেডিকেল ইন্টার্ন এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ডা. রাব্বি ও সেক্রেটারি ডা. অন্তর

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

শান্তিগঞ্জের শ্যামনগরে প্রভাবশালী কর্তৃক কবরস্থান দখলের প্রতিবাদে দুই গ্রামবাসীর মানববন্ধন

সুনামগঞ্জ-০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন

ঘটমাঝি ইউনিয়নের মানুষের আস্থার নাম আক্তার হোসেন

রাজনৈতিক সহনশীলতা ও উদারতার অনন্য দৃষ্টান্ত

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে খাদে পড়া বাসের চাপায় মা-মেয়ে নিহত

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মোফাজ্জল–সামিন

সুন্দরবনে অবৈধ মাছ ধরা রোধে অভিযান চলমান