ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ১০ লক্ষ টাকার বাজেট অনুমোদন হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে পাওয়া যাবে ৬৯ কোটি টাকা। নিজস্ব আয় থেকে আসবে ৭ কোটি ১০ লক্ষ টাকা। যার মধ্যে গত বছরের তুলনায় বিমক অনুদান বৃদ্ধি পেয়েছে ৬ কোটি ৫০ লক্ষ ।

বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট চাহিদা ৯২ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা হলেও নতুন বাজেট অনুমোদন অনুমোদন হয়েছে ৭৬ কোটি ১০ লক্ষ টাকা। যেখানে বাজেট কমতি থাকবে চাহিদার প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ টাকা।

গতকাল (৩০ জুন) বেলা ১১:০০ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট এর ১০৪তম সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বাজেট উপস্থান করেন। বাজেট উপস্থাপন শেষে সকল সিন্ডিকেট সদস্য সকল খাতের উপর মতামত পেশ করেন, পরে তা সর্বসম্মতভাবে অনুমোদন হয়। একই সঙ্গে সিন্ডিকেট সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের সরকারি বরাদ্দের ভিত্তিতে ৭৫ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার টাকা সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

৭৬ কোটি ১০ লক্ষ টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ০২ কোটি ৯৩ লক্ষ টাকা বা ৩.৮৫%। এই খাতে ২০২৪-২০২৫ অর্থ বছরে বরাদ্দ ছিল ০২ কোটি ৬১ লক্ষ টাকা। শিক্ষার্থীদের বৃত্তি ও মেধা বৃত্তির জন্য একটি নীতিমালা করা হয়েছে। নীতিমালার আলোকে সম্পূর্ণ অর্থ সরকার হতে অনুদান নেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটের ৬২.৭৫ শতাংশ বেতন-ভাতা ও পেনশন ; পণ্য ও সেবা বাবদ সহায়তা ২৬.৪৯ শতাংশ; গবেষণা অনুদান খাতে ৩.৮৫ শতাংশ ও ৬.৯১ শতাংশ মূলধন অনুদান বরাদ্দ ধরা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. মো: হায়দার আলী বাজেট অনুমোদন শেষে বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট ব্যয় করা হবে।

ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন ২০০৭-২০০৮ অর্থ বছরে বাজেট ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা, সেখান হতে আজকের বাজেট বৃদ্ধি পেয়ে দাড়িঁয়েছে ৭৬ কোটি ১০ লক্ষ টাকা। আশার কথা হলো গত বছরের তুলনায় নিজস্ব অর্থায়ন হ্রাস করে সরকারি অনুদান বৃদ্ধি করা গেছে। ভবিষ্যৎ-তে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চাহিদা অনুযায়ী সর্বমোট বাজেট বৃদ্ধি পাবে। বাজেট উপস্থাপনের সময় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান আরো বলেন ইউজিসির বরাদ্দ চাহিদার তুলনায় অপর্যাপ্ত। তবে তিনি সংশোধিত বাজেটে ইউজিসির সাথে আলোচনা করে বাজেট আরও বৃদ্ধি করার অঙ্গীকার করেন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রফেসর ড. সাব্বির আহমেদ, প্রফেসর ড. মোঃ সেলিম রেজা, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্যাহ, প্রকৌশল অনুষদের ডিন, ড. মোঃ সাইফুর রহমান, মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, গনিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম এবং বিশ্ববিদ্যারয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

23 Views

আরও পড়ুন

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা

দোয়ারাবাজারে আ:লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা: সময় এসেছে কর্মীদেরকে মূল্যায়ন করার