কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দশ দিনে আবেদন জমা পড়ছে ৩৩ হাজার ৩০০ চার জন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন চলবে।
সোমবার (৮ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হয় গত ২৭ নভেম্বর এবং আবেদন চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১৬,২৯১ টি, ‘বি’ ইউনিটে জমা পড়েছে ১২,৯০৪ টি এবং ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৪,১০৯ টি।
ড. তোফায়েল আহমেদ বলেন, ‘ এখন পর্যন্ত তিনটি ইউনিটে তেত্রিশ হাজার তিনশত চারজন শিক্ষার্থী আবেদন করেছে। আবেদন চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী বছরের ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।