সিলেট ব্যুরোঃ
সিলেটে করোনা ভাইরাস ভয়ংকর রূপ নিয়েছে। কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণের।
রবিবার (১৭ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেটে একদিনে ৪১ জন বেড়ে যাওয়ায় মোট আক্রান্তের সংখ্যা সিলেট বিভাগে দাঁড়িয়েছে ৪০০ জনে। এখন সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ১৪১ জন, সুনামগঞ্জ জেলায় ৬৯ জন, হবিগঞ্জ জেলায় ১২৯ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৬১ জন।
গত ৫ এপ্রিল সিলেটে ছিলেন মাত্র ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত আজ ১৭ মে আক্রান্তের সংখ্যা ৪০০ জন।
বিশেজ্ঞরা বলছেন, ঈদকে কেন্দ্র করে সিলেট জুড়ে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বিশেষ করে শহরতলী এবং উপজেলার বিপনীবিতানগুলোতে যেভাবে ক্রেতাদের ভিড় এবং জটলা চলছে তাতে সামান্যতম স্বাস্থ্য বিধিও মানা হচ্ছে না। এটি আরো বাড়বে তখন করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করবে।
এ অবস্থায় ঈদকে কেন্দ্র করে কারফিউ জারি করা এখন সময়ের দাবী হয়ে ওঠেছে। বিষয়টি সরকার ভেবে দেখবেন বলে তারা আশা করছেন।